IPL Final: আইপিএল ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের রেকর্ড কেমন?

আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সফলতম দল চেন্নাই সুপার কিংস। ২০২১ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছেন ধোনিরা।

Web Desk - ANB | Published : May 27, 2023 11:36 AM IST

110
প্রথম কোয়ালিফায়ারে সহজেই গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস

এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের কাছে হেরে গেলেও, প্রথম কোয়ালিফায়ারে তাদেরই হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

210
এবার নিয়ে ১০ বার আইপিএল-এর ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস

আইপিএল-এ ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দশমবার ফাইনালে পৌঁছে গেল। এবার চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করাই মহেন্দ্র সিং ধোনির দলের লক্ষ্য।

310
২ বছর সাসপেন্ড থাকা বাদ দিয়ে ১৪ বার আইপিএল খেলে ১০ বার ফাইনালে চেন্নাই সুপার কিংস

এবার নিয়ে ১৪ বার আইপিএল খেলছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যে ১০ বারই ফাইনালে মহেন্দ্র সিং ধোনিরা। মুম্বই ইন্ডিয়ানস ৬ বার ফাইনাল খেলেছে।

410
২ বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ চেন্নাই সুপার কিংসের সামনে

২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এবার ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মহেন্দ্র সিং ধোনির দলের সামনে।

510
আইপিএল ফাইনালে অবশ্য জয়ের চেয়ে চেন্নাই সুপার কিংসের হারের সংখ্যাই বেশি

এখনও পর্যন্ত ৯ বার আইপিএল ফাইনাল খেলে ৫ বার হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যে ৩ বার মুম্বই ইন্ডিয়ানস এবং ১ বার করে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

610
২০০৮ সালে প্রথম আইপিএল-এর ফাইনালে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় চেন্নাই সুপার কিংস

২০০৮ সালে প্রথম আইপিএল-এর ফাইনালে প্রয়াত শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় চেন্নাই সুপার কিংস। এরপর আরও ৪ বার ফাইনালে হেরে যান ধোনিরা।

710
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ মিলিয়ে ৬টি ট্রফি জিতেছেন ধোনি

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২ বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি।

810
এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করাই চেন্নাই সুপার কিংসের লক্ষ্য

আইপিএল-এর সফলতম দল মুম্বই ইন্ডিয়ানস ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার চ্যাম্পিয়ন হতে পারলে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করবেন মহেন্দ্র সিং ধোনি।

910
রবিবার আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা ওপেনিং জুটি

চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। রবিবার ফাইনালেও তাঁদের উপর ভরসা করছে দল।

1010
আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

আইপিএল-এর শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের ভরসা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবারও আইপিএল ফাইনালে মহেন্দ্র সিং ধোনির অন্যতম ভরসা জাদেজা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos