IPL 2023: এবারের আইপিএল-এ তৃতীয় শতরান, ৮০০ রান পেরিয়ে গেলেন শুবমান গিল

এবারের আইপিএল-এ অসাধারণ ফর্মে গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। বাকি সব ব্যাটারকে পিছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জিতে নিলেন শুবমান। এতদিন অরেঞ্জ ক্যাপ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসির দখলে। শুক্রবার তাঁকে টপকে গেলেন শুবমান।

Web Desk - ANB | Published : May 26, 2023 10:39 PM
18
আইপিএল-এর ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে এক মরসুমে ৮০০ রান শুবমান গিলের

এবারের আইপিএল-এ ৮০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন গুজরাট টাইটানসের ব্যাটার শুবমান গিল। আইপিএল-এর ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি।

28
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে তৃতীয় শতরান করে ফেললেন শুবমান গিল

চলতি আইপিএল-এ অসাধারণ ফর্মে শুবমান গিল। শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শতরান করার মাধ্যমে এবারের আইপিএল-এ তৃতীয় শতরান করে ফেললেন তিনি।

38
আইপিএল-এ বিরাট কোহলির নজির স্পর্শ করার সুযোগ পেতে পারেন শুবমান গিল

২০১৬ সালের আইপিএল-এ ৪টি শতরান করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি। গুজরাট টাইটানস যদি এবারের আইপিএল-এর ফাইনালে যায়, তাহলে বিরাটের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন শুবমান।

48
সবচেয়ে কম বয়সে আইপিএল-এ প্লে-অফে শতরান করার রেকর্ড গড়লেন শুবমান গিল

শুবমান গিলের আগে আইপিএল-এর প্লে-অফে শতরান করার নজির গড়েন মুরলী বিজয়, বীরেন্দ্র সেহবাগ, ঋদ্ধিমান সাহা, শেন ওয়াটসন, জস বাটলার ও রজত পতিদার। তবে সবচেয়ে কমবয়সে শতরান করলেন শুবমান। 

58
আইপিএল-এর ইতিহাসে প্লে-অফ ম্যাচে সর্বাধিক স্কোরের নজির গড়লেন শুবমান গিল

শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে শুবমান গিলের ১২৯ রানই আইপিএল-এর ইতিহাসে প্লে-অফ ম্যাচে কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর। এর আগে প্লে-অফে সর্বাধিক ১২২ রান ছিল বীরেন্দ্র সেহবাগের। সেই রেকর্ড ভেঙে দিলেন শুবমান।

68
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এ দ্বিতীয় শতরান শুবমান গিলের

গুজরাট টাইটানসের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান শুবমান গিল। চলতি আইপিএল-এ এই মাঠে দ্বিতীয় শতরান করলেন এই তরুণ ব্যাটার।

78
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট ম্যাচেও দুরন্ত শতরান করেছেন শুবমান গিল

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে শতরান করেছেন শুবমান গিল। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, এই মাঠে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন।

88
গুজরাট টাইটানস ফাইনালে উঠলে দলকে ফের চ্যাম্পিয়ন করার লক্ষ্যে শুবমান গিল

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস যদি এবারও ফাইনালে পৌঁছে যায়, তাহলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করাই শুবমান গিলের লক্ষ্য।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos