ইরফান পাঠান বলেছেন, 'মহেন্দ্র সিং ধোনি আগামী মরসুমের আইপিএল-এ খেলবে কি না সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ধোনির জন্যই আমার হৃদয় চেন্নাই সুপার কিংসের পক্ষে।'
জাতীয় দলে ইরফান পাঠানের প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফ অবশ্য আইপিএল ফাইনালে কোনও দলকেই এগিয়ে রাখছেন না
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস ২ বার মুখোমুখি হয়েছে। প্রথম সাক্ষাতে হার্দিক পান্ডিয়ার দল জয় পেলেও, দ্বিতীয় লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। সেই কারণে ফাইনালে কোনও দলকেই এগিয়ে রাখছেন না প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
রবিবার আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের মধ্যে দুর্দান্ত লড়াই হবে, মত কাইফের
মহম্মদ কাইফ বলেছেন, 'চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ খেলেছিল। ওরাই ফাইনালে খেলছে। ফলে কোনও দলকেই এগিয়ে রাখা যাবে না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই জয় পেয়েছিল গুজরাট টাইটানস। চেন্নাইয়ে জয় পায় চেন্নাই সুপার কিংস। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।'
এবারের আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেেন মহম্মদ সামি ও রশিদ খান