Published : May 29, 2023, 06:12 PM ISTUpdated : May 29, 2023, 08:09 PM IST
আইপিএল-এর ইতিহাসে প্রথমবার আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। রবিবার বৃষ্টির জন্য ম্যাচ শুরু করা যায়নি। সেই কারণেই সোমবার রিজার্ভ ডে-তে হতে চলেছে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের আশা, এদিন আর ম্যাচের সময় বৃষ্টি হবে না।
রবিবারের মতোই সোমবার রিজার্ভ ডে-তেও সন্ধে সাড়ে ৭টাতেই শুরু হবে আইপিএল ফাইনাল
সোমবার রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনালে টস হওয়ার কথা সন্ধে ৭টায়। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে সাড়ে ৭টায়। বৃষ্টি না হলে নির্ধারিত সময়েই টস ও ম্যাচ শুরু হবে।
27
আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ২ ঘণ্টা বরাদ্দ থাকছে
আইপিএল ফাইনালে ২ দল ২০ ওভার করে ব্যাটিং করলে ৩ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা। তবে আবহাওয়ার কথা মাথায় রেখে অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ করা হয়েছে।
37
রাত ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কমানো হবে না ওভার সংখ্যা
সোমবার ম্যাচের সময় বৃষ্টির আশঙ্কা না থাকলেও, তৈরি থাকছেন আয়োজকরা। জানিয়ে দেওয়া হয়েছে, রাত ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব হলে ২ দল ২০ ওভার করেই ব্যাটিং করবে।
47
রাত ১১টা বেজে ৫৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা গেলে ৫ ওভার করে ব্যাটিং করবে ২ দল
২ দল যদি ২০ ওভার করে ব্যাটিং করতে না পারে, তাহলে অন্তত ৫ ওভার করে যাতে ব্যাটিং করতে পারে, সেই চেষ্টা করা হবে। রাত ১১টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভার হতে পারে।
57
পিচ ও আউটফিল্ড খেলার উপযুক্ত থাকলে তবেই সুপার ওভার আয়োজন করা সম্ভব হবে
আউটফিল্ড যদি ভিজে থাকে, তাহলে সুপার ওভারও আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে লিগ পর্যায়ে পয়েন্টের বিচারেই চ্যাম্পিয়ন ও রানার্স নির্ধারণ করা হবে।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার চ্যাম্পিয়ন হলে মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করবে সিএসকে।
77
পরপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস