IPL 2023: এখনও ফুরিয়ে যাননি, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে প্রমাণ করে দিলেন ঋদ্ধিমান সাহা

১৬-তম আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, রশিদ খান। উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও ভালো খেললেন।

Web Desk - ANB | Published : Apr 1, 2023 1:32 PM
17
আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ব্যাটিং-কিপিংয়ে দক্ষতার প্রমাণ দিলেন ঋদ্ধিমান সাহা

আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেন ঋদ্ধিমান সাহা। প্রথমে ফিল্ডিং করার সময় জোড়া ক্যাচ নেওয়ার পর শুবমান গিলের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ১৬ বলে ২৫ রান করলেন ঋদ্ধিমান।

27
প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করলেন ওপেনার শুবমান গিল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৩৬ বলে ৬৩ রান করলেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। গুজরাটকে জয় পেতে সাহায্য করল শুবমানের ইনিংস।

37
ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা রশিদ খান

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন গুজরাট টাইটানসের অলরাউন্ডার রশিদ খান। প্রথমে ২৬ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিং করতে নেমে ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। তিনি দলকে ম্যাচ জিততে সাহায্য করেন।

47
চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়

চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে ৫০ বলে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি। তবে ভালো পারফরম্যান্স দেখিয়েও দলকে জেতাতে পারলেন না রুতুরাজ।

57
আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েও দলকে জেতাতে পারলেন না ধোনি

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এরপর একটি ক্যাচও নেন ধোনি। কিন্তু তিনি দলকে জেতাতে পারলেন না।

67
আইপিএল-এ টানা ৩ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় গুজরাট টাইটানসের

২০২২-এর আইপিএল-এ প্রথমবার যোগ দেয় গুজরাট টাইটানস। সেবার দু'টি সাক্ষাৎকারেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয় গুজরাট টাইটানস। এবারও জয় পেল হার্দিক পান্ডিয়ার দল।

77
আইপিএল-এ প্রথমবার 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল' প্রয়োগ করলেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএল-এর ইতিহাসে প্রথম 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে মাঠে নামেন তুষার দেশপাণ্ডে। তিনি অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। গুজরাট টাইটানসের হয়ে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে মাঠে নামেন সাই সুদর্শন। তিনি ভালো পারফরম্যান্সই দেখান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos