২০১৯ সালে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে তিনি শুধু আইপিএল-এ খেলছেন। ক্রিকেট মহলে জল্পনা চলছে, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। তাঁকে আর হয়তো আইপিএল-এ দেখা যাবে না।
এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস
আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি চেন্নাই সুপার কিংসকে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। মুম্বই ইন্ডিয়ানস ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার মুম্বইয়ের রেকর্ড স্পর্শ করতে মরিয়া সিএসকে।
গত কয়েক মরসুম ধরে আইপিএল-এ ব্যাটার হিসেবে খুব একটা সফল হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর দলের সেরা ব্যাটার নন। কিন্তু মাঠে তাঁর উপস্থিতি দলকে ভরসা দিচ্ছে। অধিনায়ক হিসেবে এখনও ধোনির উপরেই ভরসা রয়েছে সিএসকে ম্যানেজমেন্টের।
এবারের আইপিএল-এ কয়েকটি ব্যক্তিগত নজির গড়তে পারেন মহেন্দ্র সিং ধোনি
৪১ বছরের মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএল-এ একাধিক ব্যক্তিগত রেকর্ড ভেঙে দিতে পারেন। আইপিএল-এর অনেক রেকর্ডই ধোনির দখলে। নতুন রেকর্ড গড়ার জন্য তৈরি হচ্ছেন সিএসকে অধিনায়ক।
এখনও পর্যন্ত আইপিএল-এ ২৩৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর চেয়ে বেশি ম্যাচ কোনও ক্রিকেটারই খেলেননি। দ্বিতীয় সর্বাধিক ২২৯টি ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। এবার চেন্নাই সুপার কিংস যদি আইপিএল ফাইনাল খেলে, তাহলে ২৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়তে পারেন ধোনি।
আইপিএল-এ এখনও পর্যন্ত ২০৬ ইনিংসে ৪,৯৭৮ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। আর মাত্র ২২ রান করলেই আইপিএল-এ ৫,০০০ রান করার রেকর্ড গড়বেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। প্রথম পূর্ণাঙ্গ সময়ের উইকেটকিপার-ব্যাটার হিসেবে এই নজির গড়বেন ধোনি।