IPL 2023: এবারের আইপিএল-এ ৩ রেকর্ড ভেঙে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি

শুক্রবার শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই খেলতে নামছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। গতবারের আইপিএল-এ একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি সিএসকে। এবার ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া ধোনিরা।

Web Desk - ANB | Published : Mar 30, 2023 8:49 AM IST
18
শুক্রবার এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস লড়াই

শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

28
এবারই হয়তো শেষ আইপিএল খেলতে নামছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

২০১৯ সালে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে তিনি শুধু আইপিএল-এ খেলছেন। ক্রিকেট মহলে জল্পনা চলছে, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। তাঁকে আর হয়তো আইপিএল-এ দেখা যাবে না।

38
এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস

আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি চেন্নাই সুপার কিংসকে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। মুম্বই ইন্ডিয়ানস ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার মুম্বইয়ের রেকর্ড স্পর্শ করতে মরিয়া সিএসকে।

48
গত কয়েক মরসুম ধরে আইপিএল-এ ব্যাটার হিসেবে খুব একটা সফল হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন আর দলের সেরা ব্যাটার নন। কিন্তু মাঠে তাঁর উপস্থিতি দলকে ভরসা দিচ্ছে। অধিনায়ক হিসেবে এখনও ধোনির উপরেই ভরসা রয়েছে সিএসকে ম্যানেজমেন্টের।

58
এবারের আইপিএল-এ কয়েকটি ব্যক্তিগত নজির গড়তে পারেন মহেন্দ্র সিং ধোনি

৪১ বছরের মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএল-এ একাধিক ব্যক্তিগত রেকর্ড ভেঙে দিতে পারেন। আইপিএল-এর অনেক রেকর্ডই ধোনির দখলে। নতুন রেকর্ড গড়ার জন্য তৈরি হচ্ছেন সিএসকে অধিনায়ক।

68
আইপিএল-এ ২৫০টি ওভার-বাউন্ডারি মারার নজির গড়তে পারেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএল-এ এখনও পর্যন্ত ২২৯টি ওভার-বাউন্ডারি মেরেছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তিনি এই প্রতিযোগিতায় ২৫০টি ওভার-বাউন্ডারি মারার নজির গড়তে পারেন। তাঁর হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। কোনও ভারতীয় ক্রিকেটার আইপিএল-এ ২৫০টি ওভার-বাউন্ডারি মারতে পারেননি। সর্বাধিক ২৪০টি ওভার-বাউন্ডারি মেরেছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা।

78
আইপিএল-এ ২৫০টি ম্যাচ খেলার নজিরও গড়তে পারেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

এখনও পর্যন্ত আইপিএল-এ ২৩৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর চেয়ে বেশি ম্যাচ কোনও ক্রিকেটারই খেলেননি। দ্বিতীয় সর্বাধিক ২২৯টি ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। এবার চেন্নাই সুপার কিংস যদি আইপিএল ফাইনাল খেলে, তাহলে ২৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়তে পারেন ধোনি।

88
আইপিএল-এ ৫,০০০ রান করার মুখে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

আইপিএল-এ এখনও পর্যন্ত ২০৬ ইনিংসে ৪,৯৭৮ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। আর মাত্র ২২ রান করলেই আইপিএল-এ ৫,০০০ রান করার রেকর্ড গড়বেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। প্রথম পূর্ণাঙ্গ সময়ের উইকেটকিপার-ব্যাটার হিসেবে এই নজির গড়বেন ধোনি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos