IPL 2023: ঋদ্ধিমান সাহাকে ফেরালেন অর্জুন তেন্ডুলকর, বড় স্কোর গুজরাটের

Published : Apr 25, 2023, 09:20 PM ISTUpdated : Apr 25, 2023, 09:51 PM IST
Arjun Tendulkar

সংক্ষিপ্ত

ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল গুজরাট।

আইপিএল-এ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। ২ ওভার বোলিং করে ৯ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন। ম্যাচের প্রথম উইকেট এই বাঁ হাতি পেসারই নেন। তাঁর বলে ক্যাচ আউট হয়ে যান গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহা (৪)। এদিন আর শেষদিকে অর্জুনকে বল দেওয়া হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল হার্দিক পান্ডিয়ার দল। গতবারের চ্যাম্পিয়নদের স্কোর ৬ উইকেটে ২০৭। ৩৪ বলে ৫৬ রান করেন ওপেনার শুবমান গিল। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ২২ বলে ৪৬ রান করেন ডেভিড মিলার। ২১ বলে ৪২ রান করেন অভিনব মনোহর। ৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু অর্জুন ছাড়া মুম্বইয়ের সব বোলারই অনেক রান দেন। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ৪ ওভার বোলিং করে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন রিলি মেরেডিথ। ২ ওভার বোলিং করে ৩৯ রান দেন ক্যামেরন গ্রিন। তিনি উইকেট পাননি। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন পীযূষ চাওলা।৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন কুমার কার্তিকেয়।

এদিন বড় রান পাননি গুজরাটের অধিনায়ক হার্দিক। তিনি ১৪ বলে ১৩ রান করেন। ১৬ বলে ১৯ রান করেন বিজয় শঙ্কর। ২ রান করে অপরাজিত থাকেন রশিদ খান। শেষ ৬ ওভারে ৯৪ রান করে গুজরাট টাইটানস। এটাই আইপিএল-এ গুজরাটের সর্বাধিক স্কোর।

বিস্ফোরক ইনিংস খেলা মনোহর বলেছেন, ‘পরপর কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পর আমি ক্রিজে যাই। সেই সময় টাইমআউট হয়। আশু পা (আশিস নেহরা) এসে আমাকে বলেন, শেষ ৩ ওভারে ব্যাটিং চালিয়ে যাও। আমাদের বড় শট খেলার ক্ষমতা আছে। তাই মারার বল পেলে মারো, দরকার হলে সিঙ্গলস নাও। আমাদের রান করতে হবে। আমি মিলারের সঙ্গে কথা বলি। তাতে লাভ হয়। মাঝের ওভারগুলিতে আমাদের বেশি রান করার পরিকল্পনা ছিল। টিম মিটিংয়ে হার্দিক বলেছিল, আমরা ওদের প্রধান বোলারদের আক্রমণ করব। বিশেষ করে পীযূষ চাওলাকে আক্রমণ করার পরিকল্পনা ছিল আমাদের।’

আরও পড়ুন-

IPL 2023: স্লো ওভার রেট, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জরিমানা

IPL 2023: ইডেনে বিরাটদের ঘোল খাইয়েছিলেন বরুণরা, চিন্নাস্বামীতেও সেই আশায় কেকেআর

Sachin Tendulkar Birthday: জীবনের ৫০ পূর্ণ সচিনের, শুভেচ্ছা সারা ক্রিকেট দুনিয়ার

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?