IPL 2023: ইডেনে বিরাটদের ঘোল খাইয়েছিলেন বরুণরা, চিন্নাস্বামীতেও সেই আশায় কেকেআর

Published : Apr 25, 2023, 04:15 PM ISTUpdated : Apr 25, 2023, 04:57 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। বুধবার অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে নীতীশ রানার দল।

৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। জয় ২ ম্যাচে, হার ৫ ম্যাচে। গত ৪ ম্যাচেই হার। ফলে প্রচণ্ড চাপে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কেকেআর। চলতি আইপিএল-এ ইডেন গার্ডেন্সে প্রথম সাক্ষাৎকারে আরসিবি-কে ৮১ রানে হারিয়ে দিয়েছিল কেকেআর। সেই ম্যাচে ব্যাট হাতে অন্যবদ্য পারফরম্যান্স দেখান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৫৭), রিঙ্কু সিং (৪৬) ও শার্দুল ঠাকুর (৬৮)। তবে আরও ভালো পারফরম্যান্স দেখান স্পিনাররা। তাঁরাই দলের জয়ের পথ সহজ করে দেন। ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন সূযশ শর্মা। ১৬ রান দিয়ে ২ উইকেট নেন সুনীল নারিন। বুধবারও স্পিনারদের কাছ থেকে সেই পারফরম্যান্সের আশায় কেকেআর অধিনায়ক নীতীশ রানা।

এবারের আইপিএল-এ ব্যাটিং নিয়ে সমস্যা এখনও মেটাতে পারেনি কেকেআর। ৭ ম্যাচ হয়ে যাওয়ার পরেও টপ অর্ডারের সমস্যা রয়ে গিয়েছে। এন জগদীশন, রহমানউল্লাহ, জেসন রয়, লিটন দাস, নারিনকে ওপেনার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু রয় ভালো পারফরম্যান্স দেখানোর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁকে মিডল অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হয়। মিডল অর্ডারে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু সিং। নীতীশও লড়াই করছেন। শতরান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু দলগতভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না কেকেআর-এর ব্যাটাররা। ব্যাটিং অর্ডার ঠিক করার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের ভুলও হচ্ছে। এর ফলেই টানা ৪ ম্যাচ হারতে হয়েছে। বুধবার জয় পেতে হলে কেকেআর-কে ব্যাটিংয়ের সমস্যা দূর করতেই হবে।

কেকেআর যখন পরপর ম্যাচ হেরে সমস্যায়, তখন ছন্দ ফিরে পেয়েছে আরসিবি। ফাফ ডু প্লেসির পরিবর্তে ২ ম্যাচে নেতৃত্ব পেয়ে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। শুধু ব্যাটার হিসেবে খেলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ডু প্লেসি। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েলও। বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, বিজয়কুমার বিশাক, ওয়ানিন্দু হাসারঙ্গা। ফলে দল নিয়ে খুব একটা চিন্তা নেই আরসিবি ম্যানেজমেন্টের। শুধু ব্যাটিং বিভাগে বিরাট, ডু প্লেসি ও ম্যাক্সওয়েলের উপর অতিরিক্ত নির্ভরতাই চিন্তার বিষয়। সব ম্যাচেই বিরাটদের পক্ষে ভালো পারফরম্যান্স দেখানো সম্ভব নয়। দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, মহীপাল লোমরোর, সূযশ প্রভুদেশাইদেরও দায়িত্ব নিতে হবে। 

আরও পড়ুন-

IPL 2023: স্লো ওভার রেট, আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ২৪ লক্ষ টাকা জরিমানা

IPL 2023: কেকেআর-এর পর সানরাইজার্স হায়দরাবাদ, পরপর ২ ম্যাচে জয় দিল্লি ক্যাপিটালসের

Sachin Tendulkar: সবসময় মাথা উঁচু করে চলেন, সচিনের জন্মদিনে শুভেচ্ছা যুবরাজের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?