IPL 2023: চড়কাণ্ডের ১৫ বছর পর আইপিএল-এ একসঙ্গে ধারাভাষ্য হরভজন-শ্রীসন্তের

আইপিএল-এ একাধিকবার বিতর্কে জড়িয়েছেন কেরালার পেসার শান্তাকুমারন শ্রীসন্ত। স্পট-ফিক্সিংকাণ্ডে জড়িয়ে তিনি নির্বাসিত হন। এরপর আর ক্রিকেটের মূলস্রোতে ফেরা হয়নি তাঁর।

ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং বরাবরই ডাকাবুকো চরিত্রের। তিনি যেমন সোজাসাপটা কথাবার্তা বলেন, তেমনই তাঁর মুখ-হাতও চলে। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে যেমন বচসায় জড়িয়েছিলেন, তেমনই ২০০৮ সালে প্রথম আইপিএল-এ শান্তাকুমার শ্রীসন্তকে চড় মেরে বসেন। এই ঘটনার পর নির্বাসিত হন হরভজন। তাঁর জরিমানাও করে বিসিসিআই। সেই ঘটনার ১৫ বছর পর এবারের আইপিএল-এ একসঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন হরভজন ও শ্রীসন্ত। আইপিএল-এর সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আইপিএল-এই প্রথমবার ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে দেখা যাবে শ্রীসন্তকে। তাঁর সঙ্গেই স্টুডিও, কমেন্ট্রি ডেস্কে দেখা যাবে হরভজনকে। জাতীয় দলের প্রাক্তন দুই সতীর্থকে ফের একসঙ্গে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। ফলে এবারের আইপিএল-এর আকর্ষণ বেড়ে যাচ্ছে। টেস্ট, ওডিআই-এর মতোই টি-২০ ফর্ম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হরভজন। শ্রীসন্তও ২০০৭ সালে প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ফলে এই দুই ক্রিকেটার অনেকের চেয়ে ভালোভাবে ম্যাচ বিশ্লেষণ করতে পারবেন।

২০০৮ সালে প্রথম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসে ছিলেন হরভজন। অন্যদিকে, শ্রীসন্ত ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব দলে। এই দুই দলের একটি ম্যাচে বচসায় জড়ান হরভজন ও শ্রীসন্ত। জাতীয় দলের সতীর্থকে চড় মারেন হরভজন। সেই ঘটনার ভিডিও অবশ্য টেলিভিশন ক্যামেরায় দেখা যায়নি। চড় মারার পরের ঘটনা দেখা যায়। সেই সময় কাঁদছিলেন শ্রীসন্ত। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম কর্ণধার অভিনেত্রী প্রীতি জিন্টা ও সতীর্থ অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি-কে। এই ঘটনা নিয়ে ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়ে যায়। ক্রিকেটপ্রেমীদের একাংশ হরভজনের সমালোচনা শুরু করেন। মুম্বই ইন্ডিয়ানসের সমর্থকরা আবার দাবি করেন, শ্রীসন্তই নিশ্চয় হরভজনকে উত্যক্ত করেন। সেই কারণেই মেজাজ হারিয়ে চড় মেরে বসেন এই অফস্পিনার।

Latest Videos

৩১ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। তার আগে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের সঙ্গে হরভজন ও শ্রীসন্তকে দেখা গিয়েছে। তাঁরা একসঙ্গে ধারাভাষ্য দেবেন। এত বছর পর হরভজন ও শ্রীসন্তের মধ্যে কোনও সমস্যা নেই। তাঁদের হাসিমুখেই দেখা গিয়েছে। খেলা ছাড়ার পরেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হরভজন। শ্রীসন্তও তাঁর রাজ্য কেরালায় জনপ্রিয়। ফলে হরভজন ও শ্রীসন্তকে একসঙ্গে ধারাভাষ্যকার হিসেবে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন-

WPL 2023: এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্সকে সহজেই হারিয়ে ফাইনালে মুম্বই ইন্ডিয়ানস

অধিনায়ক হিসেবে ধোনির কাছাকাছি হার্দিক, দাবি গুজরাট টাইটানসের স্পিনার সাই কিশোরের

উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দিল্লি ক্যাপিটালস, খুশি অ্যালিস ক্যাপসি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today