কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল। ১০টি ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবারও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।
আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় অধিনায়ক হিসেবে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। আবার গুজরাট টাইটানসের হয়ে খেলার সময় অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে কাছ থেকে দেখেছেন। এই দুই অধিনায়ককে কাছাকাছি রাখছেন স্পিনার আর সাই কিশোর। তিনি ভার্চুয়ালি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, 'হার্দিক ও মাহি ভাই অধিনায়ক হিসেবে কাছাকাছি। ওরা দু'জনেই একইভাবে পরিস্থিতি সামাল দেয়, ওরা দু'জনেই শান্ত থাকে। হার্দিকের একটি বিষয় আমার খুব ভালো লাগে। সেটি হল, ও সাফল্য ও ব্যর্থতায় একইরকম থাকে। এটা ওর অনন্য গুণ। ও সবসময় মাথা ঠান্ডা রেখে চলে। এভাবে খেলেই ও সাফল্য পায়।' এবারের আইপিএল-এও সাফল্যের আশা করছেন সাই কিশোর। তাঁর দল গুজরাট টাইটানস আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলে থাকা ক্রিকেটাররাও আইপিএল-এর প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। ফলে আশাবাদী হয়ে উঠেছেন সাই কিশোর।
২০২২-এর আইপিএল-এ প্রথমবার যোগ দিয়েই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সাই কিশোর। এবারও দল সাফল্য পাবে বলে আশাবাদী এই স্পিনার। তিনি বলেছেন, 'চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছি আমরা। চাই বা না চাই এই তকমা আমাদের সঙ্গে আছে। আমরা গত বছর ভালো খেলেছি। সেই কারণেই আমরা জিতেছি। আমরা যদি সেটা করতে পারি, তাহলে চ্যাম্পিয়ন তকমায় কিছু যাবে-আসবে না।'
এবারের আইপিএল-এ নতুন নিয়ম চালু হচ্ছে। টস হওয়ার পর অধিনায়করা প্রথম একাদশ ঘোষণা করতে পারবেন। এ প্রসঙ্গে সাই কিশোর বলেছেন, ‘এটা অনেকটা সুপার-সাব নিয়মের মতো যেখানে আমরা একজন বোলার বা ব্যাটারকে ব্যবহার করতে পারি। এটা ১২ জনে খেলার মতো ব্যাপার। আমরা ঘরোয়া ক্রিকেটে এই নিয়মে খেলেছি। একমাত্র বদল হল, আমরা ২০ ওভার পর্যন্ত এভাবেই খেলে যেতে পারি। ঘরোয়া ক্রিকেটে ১৪ ওভার পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য থাকে। ২০ ওভার পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকার ফলে দলগুলির সুবিধা হবে।’
তামিলনাড়ুর এই স্পিনার আরও বলেছেন, ‘ভারতে অনেক বাঁ হাতি স্পিনার আছে। আইপিএল আমাদের কাছে বড় সুযোগ এনে দিয়েছে। আমি গুজরাটের হয়ে ভালো খেলতে চাই। গত ৫ বছরে আমার দক্ষতা বেড়েছে। আরও উন্নতি করাই আমার লক্ষ্য। আমি যদি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে আমি ভারতের হয়ে খেলার সুযোগ পাব।’
আরও পড়ুন-
IPL 2023: আইপিএল-এ নিয়ম বদল, টসের পর ঘোষণা করা যাবে চূড়ান্ত একাদশ
৫ অক্টোবর শুরু হতে পারে ওডিআই বিশ্বকাপ, ফাইনালের সম্ভাব্য দিন ১৯ নভেম্বর
উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনালে দিল্লি ক্যাপিটালস, খুশি অ্যালিস ক্যাপসি