IPL 2023: কমলেশ নাগরকোটির পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে প্রিয়ম গর্গ

Published : Apr 24, 2023, 01:03 AM ISTUpdated : Apr 24, 2023, 01:24 AM IST
Priyam Garg

সংক্ষিপ্ত

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার আর পিছনে ফিরে তাকাতে নারাজ ডেভিড ওয়ার্নারের দল। ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য।

কোমরের চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কমলেশ নাগরকোটি। তাঁর কোমরের হাড়ে চিড় ধরেছে। ফলে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এই পরিস্থিতিতে নাগরকোটির পরিবর্তে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক প্রিয়ম গর্গকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। এক বিবৃতিতে এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কমলেশ নাগরকোটির পরিবর্ত হিসেবে উত্তরপ্রদেশের ব্যাটার প্রিয়ম গর্গকে দলে নেওয়া হল। দিল্লি ক্যাপিটালস ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে সই করিয়েছে। এই আক্রমণাত্মক ব্যাটারকে ২০২০ সালের আইপিএল-এ প্রথমবার দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই ব্যাটার ৩ মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন।’

২০১৮ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন নাগরকোটি। কিন্তু চোট পেয়ে তাঁকে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়। তাঁকে এই সময়টা কাটাতে হয় রিহ্যাবে। ২০২২-এর আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেন এই পেসার। তাঁকে ১.১০ কোটি টাকা দিয়ে দলে নেয় দিল্লি। কিন্তু ২০২২-এর আইপিএল-এ মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পান নাগরকোটি। এবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন ২৩ বছরের এই পেসার।

প্রিয়মের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়। এরপর তাঁকে ১.৯ কোটি টাকা দিয়ে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল-এ নিজের প্রথম মরসুমে একটি অর্ধশতরান-সহ ২৫১ রান করেন প্রিয়ম। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। দিল্লির হয়ে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না পৃথ্বী শ। তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন প্রিয়ম।

টানা ৫ ম্যাচে হারের পর কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ডেভিড ওয়ার্নারের দল। এই ম্যাচেও জয়ই দিল্লি ক্যাপিটালসের একমাত্র লক্ষ্য। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে দিল্লি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। ফলে পয়েন্ট তালিকায় শেষের দিকে থাকা এই দুই দলেরই লক্ষ্য জয় পেয়ে উপরের দিকে ওঠা। 

কেকেআর-এর বিরুদ্ধে জয় পাওয়ার পর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, তাঁদের আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। বিশেষ করে ব্যাটিং বিভাগে উন্নতি প্রয়োজন। দিল্লির ব্যাটারদের মধ্যে ওয়ার্নার ছাড়া আর কেউই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। এই কারণেই চিন্তিত সৌরভ।

আরও পড়ুন-

IPL 2023: বিফলে জেসন রয়, রিঙ্কু সিংয়ের লড়াই, টানা ৪ ম্যাচে 'কেকেহার'

IPL 2023: রাজস্থানকে ৭ রানে হারিয়ে দিল ব্যাঙ্গালোর, বিরাট কোহলির নেতৃত্বে পরপর ২ ম্যাচে জয়

IPL 2023: মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে জোড়া উইকেট, পাঞ্জাবকে জেতালেন আর্শদীপ

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক