IPL 2023: অফফর্মে থাকা সুনীল নারিনকে ফের সুযোগ দেবে কলকাতা নাইট রাইডার্স?

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ভালো জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে নীতীশ রানার দল। সোমবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় একটু ভালো জায়গায় যাবে কেকেআর।

Web Desk - ANB | Published : May 7, 2023 10:27 AM IST
110
সোমবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স

সোমবার ইডেন গার্ডেন্সে চলতি আইপিএল-এ নিজেদের একাদশতম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের যোগ্যতা অর্জন করার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে কেকেআর-কে।

210
পয়েন্ট তালিকায় ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স, প্লে-অফে যাওয়া কঠিন

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ ৭ নম্বরে পাঞ্জাব কিংস। সেখানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। ফলে সোমবারের ম্যাচ ২ দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। যে দল হেরে যাবে তাদের কাজ কঠিন হয়ে যাবে।

310
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে কি রাখা হবে সুনীল নারিনকে?

চলতি আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ৭ উইকেট নিতে পেরেছেন এই স্পিনার। ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। ফলে নারিনকে নিয়ে প্রশ্ন উঠছে।

410
এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা বরুণ চক্রবর্তী

চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর জন্যই একাধিক ম্যাচ জিততে পেরেছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও শেষ ওভারে অসাধারণ পারফরম্যান্স দেখান বরুণ।

510
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলে একাধিক পরিবর্তন হতে পারে

উইনিং কম্বিনেশন ধরে রাখার বদলে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে একাধিক পরিবর্তন করা হতে পারে। ব্যাটিংয়ের মতোই বোলিং বিভাগেও বদল দেখা যেতে পারে।

610
সুনীল নারিনকে নিয়ে প্রশ্ন উঠলেও, অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন আন্দ্রে রাসেল

চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে প্রথম একাদশে রাসেলের জায়গা নিয়ে কোনও প্রশ্ন নেই।

710
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করছেন রিঙ্কু সিং

গুজরাট টাইটানসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করে দলকে জেতানোর পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের তারকা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্যাটার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও দলের অন্যতম ভরসা রিঙ্কু।

810
অধিনায়ক নীতীশ রানার উপরেও নির্ভর করছে কলকাতা নাইট রাইডার্সের সাফল্য

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নীতীশ রানা। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। 

910
জেসন রয়, শার্দুল ঠাকুরের উপরেও কলকাতা নাইট রাইডার্সের সাফল্য নির্ভর করছে

এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো ব্যাটিং করছেন জেসন রয়, শার্দুল ঠাকুর, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়াররা। সোমবারও তাঁদের কাছ থেকে ভালো ইনিংসের আশায় কেকেআর শিবির।

1010
ইডেনের পিচ থেকে সাহায্য পাচ্ছেন স্পিনাররা, ফলে বড় স্কোরের লক্ষ্যে কেকেআর

চলতি আইপিএল-এ ইডেন গার্ডেন্সের পিচ থেকে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সে কথা মাথায় রেখেই সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতলে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করার লক্ষ্যে থাকবেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos