চলতি আইপিএল-এ খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না মুম্বই ইন্ডিয়ানস। তবে লড়াই চালিয়ে যাচ্ছে রোহিত শর্মার দল। বুধবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান। এই ম্যাচ জিততে না পারলে প্লে-অফের লড়াইয়ে পিছিয়ে পড়বেন রোহিতরা।
বুধবার আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মোহালিতে পাঞ্জাব কিংস-মুম্বই ইন্ডিয়ানস লড়াই
৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৭ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একধাপ উপরে পাঞ্জাব কিংস। বুধবার মোহালিতে মুখোমুখি হচ্ছে এই দুই দল। দু'দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের আইপিএল-এ প্রথম সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে দেয় পাঞ্জাব কিংস
এবারের আইপিএল-এ প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসকে ১৩ রানে হারিয়ে দেয় পাঞ্জাব কিংস। ফলে বুধবার রোহিত শর্মার দলের বদলা নেওয়ার লড়াই। তবে পয়েন্ট তালিকায় যা অবস্থান, তাতে নিজেদের জন্যই জয় দরকার মুম্বইয়ের।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিশাল টার্গেট তাড়া করে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ানস
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০০-র বেশি রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ানস। এই জয়ের পর রোহিত শর্মার দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিতরা।
মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বুধবার মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নতুন একটি নজির গড়ার মুখে। এই ম্যাচে ২টি ওভার-বাউন্ডারি মারতে পারলেই আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ওভার-বাউন্ডারি মারা ব্যাটার হয়ে যাবেন রোহিত।
আইপিএল-এর ইতিহাসে ২৫০টি ওভার-বাউন্ডারি মারার নজির গড়েছেন রোহিত শর্মা
আইপিএল-এ এখনও পর্যন্ত ২৫০টি ওভার-বাউন্ডারি মেরেছেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। ২৫১টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড আছে এবি ডিভিলিয়ার্সের। তাঁকে ছাপিয়ে যাওয়ার মুখে রোহিত।
টি-২০ ফর্ম্যাটে নতুন নজির গড়ার মুখে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব
আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব আর একটি ওভার-বাউন্ডারি মারলেই টি-২০ ফর্ম্যাটে ২৫০টি ওভার-বাউন্ডারি মারার নজির গড়বেন। আর ৬টি ওভার-বাউন্ডারি মারলে আইপিএল-এ তাঁর ১০০টি ওভার-বাউন্ডারি হয়ে যাবে।
পাঞ্জাব কিংসকে হারাতে হলে মুম্বই ইন্ডিয়ানসের বোলারদের ভালো পারফরম্যান্স জরুরি
চলতি আইপিএল-এ গত ৩ ম্যাচে ২০০-র বেশি রান দিয়েছেন মুম্বই ইন্ডিয়ানসের বোলাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকরদের ভালো পারফরম্যান্স জরুরি। না হলে জয় পাওয়া কঠিন হতে পারে।
আইপিএল-এর ইতিহাসে মুম্বই ও পাঞ্জাবের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান সমান
আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। দু'দলই ১৫টি করে ম্যাচ জিতেছে। ফলে পরিসংখ্যানে কেউই এগিয়ে নেই।
ধারাবাহিকতার অভাবই চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের সবচেয়ে বড় সমস্যা