IPL 2023: শেষ ওভারে কামাল মোহিত শর্মার, উত্তেজক ম্যাচে জয় গুজরাট টাইটানসের

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবারের আইপিএল-এর শুরুটাও ভালোভাবে করেছিল। কিন্তু তারপর ছন্দ হারায় হার্দিক পান্ডিয়ার দল। তবে শনিবার জয়ে ফিরল গুজরাট।

জেতা ম্যাচ কীভাবে হাতছাড়া করতে হয়, তার উদাহরণ হয়ে থাকল শনিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি। হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গেল কে এল রাহুলের দল। জয়ের জন্য শেষ ওভারে ১২ রান দরকার ছিল লখনউয়ের। কিন্তু অসাধারণ বোলিং করেন মোহিত শর্মা। প্রথম বলে ২ রান করেন লখনউয়ের অধিনায়ক রাহুল। এরপর টানা ৪ বলে উইকেট হারায় লখনউ। প্রথমে রাহুল, তারপর মার্কাস স্টোইনিসকে আউট করেন মোহিত। এই ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যান আয়ূষ বাদোনি। পঞ্চম বলে রান আউট হয়ে যান দীপক হুডা। শেষ বলে কোনও রান করতে পারেননি রবি বিষ্ণোই। ফলে ৭ রানে জয় পায় গুজরাট।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর দায় নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। শনিবার গুজরাটের বিরুদ্ধে হারের দায় নেওয়া উচিত লখনউয়ের অধিনায়ক রাহুলের। কারণ, তিনি যেভাবে মন্থর ব্যাটিং করলেন, তার জন্যই হেরে গেল দল। টি-২০ ফর্ম্যাটে ৬১ বলে ৬৮ রান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। শেষদিকে যখন আস্কিং রেট বেড়ে যাচ্ছিল, তখনও দ্রুতগতিতে রান তুলতে পারেননি লখনউয়ের অধিনায়ক। শেষ ওভারে আউট হয়ে গিয়ে দলকে ডোবালেন রাহুল। আইপিএল-এ ৬০ বা তার বেশি বল খেলা ব্যাটারদের মন্থরতম ইনিংসের তালিকায় ৩ নম্বরে জায়গা পেলেন রাহুল।

Latest Videos

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর দল অবশ্য বড় স্কোর করতে পারেনি। ৬ উইকেটে ১৩৫ রান করে গতবারের চ্যাম্পিয়নরা। ওপেনার ঋদ্ধিমান সাহা (৪৭) ও হার্দিক (৬৬) ছাড়া গুজরাটের আর কোনও ব্যাটার ভালো ইনিংস খেলতে পারেননি। ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান শুবমান গিল। অভিনব মনোহর করেন ৩ রান। ১০ রান করেন বিজয় শঙ্কর। ডেভিড মিলার করেন ৬ রান। ২ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া। লখনউয়ের হয়ে ২উইকেট করে নেন ক্রুণাল পান্ডিয়া ও স্টোইনিস। ১ উইকেট করে নেন নবীন-উল-হক ও অমিত মিশ্র। 

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫৫ রান যোগ করেন রাহুল ও কাইল মেয়ার্স (২৪)। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ক্রুণাল করেন ২৩ রান। কিন্তু এরপর কোনও ব্যাটারই লড়াই করতে পারেননি। ফলে জয় ছিনিয়ে নিল গুজরাট। জোড়া উইকেট নিলেন মোহিত ও নূর আহমেদ। ১ উইকেট নিলেন রশিদ খান।

আরও পড়ুন-

IPL 2023: রবিবারই কি ইডেনে শেষবার খেলতে নামছেন ধোনি? দর্শকদের উন্মাদনা তুঙ্গে

IPL 2023: ধোনির নিষ্ঠা আগের মতোই, আরও অনেকদিন খেলতে পারে, মন্তব্য জাদেজার

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন