সংক্ষিপ্ত

রবিবার আইপিএল-এ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। টানা ৩ ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে কেকেআর। সিএসকে-কে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। স্বয়ং ধোনিই বলে দিয়েছেন, তাঁর কেরিয়ার শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ককে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আবেগ-উৎসাহ স্বাভাবিক। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ। বহুদিন পর ইডেনে খেলতে নামছেন ধোনি। এটাই ইডেনে তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হতে পারে। ফলে ধোনি যেমন এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন, তেমনই তাঁর অনুরাগীরাও ক্রিকেটের নন্দনকাননে শেষবার ধোনিকে দেখতে চাইছেন। শেষমুহূর্তে টিকিটের চাহিদা তুঙ্গে। বহু মানুষ টিকিটের খোঁজ করছেন। অনেকদিন পর আইপিএল-এর কোনও ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে এরকম উৎসাহ দেখা যাচ্ছে।

চলতি আইপিএল-এ ৬ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে সিএসকে। অন্যদিকে, ৬ ম্যাচ খেলে ৪টিতেই হেরে গিয়েছে কেকেআর। ফলে রবিবার যেমন পয়েন্ট তালিকায় আরও এগিয়ে যাওয়াই লক্ষ্য ধোনিদের, তেমনই শেষের দিকে থাকা কেকেআর ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে সিএসকে-র বিরুদ্ধে লড়াই মোটেই সহজ হবে না। টানা ৩ ম্যাচ হেরে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের মনোবল ধাক্কা খেয়েছে। তার উপর ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। বিশেষ করে টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হচ্ছে। গত ম্যাচে প্রথম খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ওপেনার জেসন রয়। কিন্তু ব্যর্থ হয়েছেন অপর ওপেনার লিটন দাস। মিডল অর্ডারের ব্যাটাররা কেউই লড়াই করতে পারেননি। তবে লোয়ার অর্ডারে ভালো পারফরম্যান্স দেখান ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রবিবারও জয় পাওয়ার জন্য রয় ও রাসেলের উপর ভরসা করছে কেকেআর। তবে শুধু এই ক্রিকেটারের পক্ষে দলকে জয় এনে দেওয়া সম্ভব নয়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রান পাননি ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং, মনদীপ সিংরা। সিএসকে-র বিরুদ্ধে কেকেআর-এর ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতেই হবে।

এবারের আইপিএল-এ কেকেআর-এর হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন স্পিনাররা। সিএসকে-র ব্যাটিং লাইনআপে ধস নামাতেও নীতীশের ভরসা নারিন, বরুণ, সূযশ শর্মারা। দিল্লির বিরুদ্ধে বল হাতে সাফল্য পেয়েছেন কেকেআর অধিনায়কও। তিনি ফের অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে দলকে জয়ে ফেরাতে তৈরি।

সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর ইডেনে খেলতে নামছেন ধোনিরা। ফলে তাঁরা আত্মবিশ্বাসে ভরপুর। গত কয়েকটি ম্যাচে দল যেভাবে খেলে চলেছে, কেকেআর-এর বিরুদ্ধেও সেভাবেই খেলতে চায় সিএসকে শিবির।

আরও পড়ুন-

IPL 2023: ধোনির নিষ্ঠা আগের মতোই, আরও অনেকদিন খেলতে পারে, মন্তব্য জাদেজার

IPL 2023: ফিট হয়ে উঠছেন ধোনি, চোট পেয়ে আরও এক সপ্তাহ মাঠের বাইরে বেন স্টোকস

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান