IPL 2023: শেষ ৩-৪ ওভারে চাপ সামাল দিতে না পেরেই হারতে হল, স্বীকার রাহুলের

অসাধারণ লড়াই করে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিল গুজরাট টাইটানস। শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে গতবারের চ্যাম্পিয়নদের জেতালেন অভিজ্ঞ পেসার মোহিত শর্মা।

ব্যাটিং ওপেন করতে নেমে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। কিন্তু তারপরেও দ্রুতগতিতে রান তুলতে পারেননি। দলকে জেতাতেও ব্যর্থ লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। অধিনায়ক হিসেবে দলের এই হারের দায় তাঁরই নেওয়া উচিত। কিন্তু জেতা ম্যাচ হারের দায় নিলেন না রাহুল। উল্টে তিনি যাবতীয় দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। লখনউয়ের অধিনায়কের বক্তব্য, ‘কীভাবে আমরা এই ম্যাচ হেরে গেলাম জানি না। কিন্তু আমরা হেরে গেলাম। আমি কোনও দিকে আঙুল তুলতে পারব না। কোথায় আমাদের ভুল হল সেটা বলতে পারব না। কিন্তু আজ আমরা ২ পয়েন্ট হারালাম। এটাই ক্রিকেট।’

রাহুল আরও বলেছেন, 'আমরা এই ম্যাচে এগিয়েছিলাম। আমি শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে চাইনি। আমি শট খেলার চেষ্টা করছিলাম। বোলারদের উপর চাপ তৈরি করার চেষ্টা করছিলাম। কিন্তু ওদের বোলাররা শেষ ২-৩ ওভারে খুব ভালো বোলিং করেছে। নূর (আহমেদ) ও জয়ন্ত (যাদব) খুব ভালো বোলিং করল। আমাদের হাতে অনেক উইকেট ছিল। সেই কারণে আমাদের বড় শট খেলার চেষ্টা করা উচিত ছিল। ওরা ভালো বোলিং করেছে ঠিকই কিন্তু আমরাও বাউন্ডারি মারার সুযোগ হারিয়েছি। শেষ ৩-৪ ওভারে আমরা চাপ সামাল দিতে পারিনি।'

Latest Videos

নিজের দলের ও বিপক্ষের বোলারদের কৃতিত্ব দিয়ে রাহুল বলেছেন, ‘আমাদের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ১৩৫ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া উচিত ছিল। আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু তারপর ম্যাচের অবস্থা বদলে গেল। আমাদের এই হার থেকে শিক্ষা নিতে হবে। ৭ ম্যাচ খেলে আমাদের ৮ পয়েন্ট হল। এখনও অনেক ম্যাচ খেলতে হবে আমাদের। আজকের ম্যাচের ফল আমাদের পক্ষে গেল না। ওদের বোলাররা খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’

জয়ের জন্য শেষ ৬ ওভারে মাত্র ৩১ রান দরকার ছিল লখনউয়ের। হাতে পর্যাপ্ত উইকেট ছিল। কিন্তু সেই অবস্থা থেকেও ম্যাচ হাতছাড়া করলেন রাহুলরা। ১৫-তম ওভারে হয় মাত্র ১ রান। ১৬-ত ওভারে হয় ৩ রান। পরের ওভারে হয় ৪ রান। এরপরেই চাপ বেড়ে যায়। ১৮-তম ওভারে ৬ রান করতে সক্ষম হন রাহুলরা। ১৯-তম ওভারে হয় ৫ রান। এরপর শেষ ওভারে হয় ৪ রান। ফলে হারা ম্যাচ জিতে নিল গুজরাট।

আরও পড়ুন-

IPL 2023: শেষ ওভারে কামাল মোহিত শর্মার, উত্তেজক ম্যাচে জয় গুজরাট টাইটানসের

IPL 2023: রবিবারই কি ইডেনে শেষবার খেলতে নামছেন ধোনি? দর্শকদের উন্মাদনা তুঙ্গে

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari