IPL 2023: ধারাবাহিকতা বজায় রাখাই আসল, বলছেন লখনউয়ের বিরুদ্ধে জয়ের নায়ক মোহিত শর্মা

শনিবার লখনউ সুপার জায়ান্টসকে ৭ রানে হারিয়ে এবারের আইপিএল-এ চতুর্থ জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। উত্তেজক ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গেল গুজরাটের।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে ২৯ রান হাতে নিয়েও জয় পায়নি। সেদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যশ দয়ালের শেষ ৫ বলে ওভার-বাউন্ডারি মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতান রিঙ্কু সিং। কিন্তু শনিবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে কামাল করলেন মোহিত শর্মা। অসাধারণ বোলিং করে গুজরাট টাইটানসকে জেতালেন মোহিত। সুবিধাজনক জায়গায় থেকেও শেষপর্যন্ত ৭ রানে ম্যাচ হেরে গেল লখনউ। গুজরাটের ৬ উইকেটে ১৩৫ রানের জবাবে ৭ উইকেটে ১২৮ রান করেই থেমে গেল গুজরাট।

দলকে জেতানোর পর ম্যাচের সেরা মোহিত বলেছেন, ‘এটা বিশেষ কিছু নয়। বরাবরের মতোই সাধারণ ব্যাপার। আমার মনে হয়, আমি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছি। প্রতিবারই আমাদের একইভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে লাভ হয়। আমাদের শুধু অনুশীলন চালিয়ে যেতে হবে। বেশি কিছু না ভেবে নিজেদের কাজটা করে যেতে হবে। আমার নিজের উপর বিশ্বাস বরাবরই ছিল। (গুজরাটের প্রধান কোচ আশিস) নেহরা আমাদের ঠিকমতো পরিকল্পনা করার পরামর্শ দিয়েছিলেন। আমি নিজের পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করছিলাম। আমি যেভাবে বোলিং করছিলাম সেটা যাতে ব্যাটাররা বুঝতে না পারে সেই চেষ্টাও করছিলাম।’

Latest Videos

গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘ছেলেদের কৃতিত্ব দিতে হবে। আমরা চ্যাম্পিয়ন দল। আমরা গতবার আইপিএল জিতেছি। আমাদের এই জয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা উইকেট পেতেই দলের সবার মনোবল ও পরিবেশ বদলে যায়। এই অনুভূতি অসাধারণ। এরকম জয় দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এই উইকেটের চরিত্র যেরকম ছিল, তাতে আমরা আরও ১০ রান করতে পারতাম। আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন অনিশ্চয়তা তৈরি হয়। ওরা ভালো বোলিং করে আমাদের কাজটা কঠিন করে দেয়। উইকেটের কারণে আমাদের দলের ব্যাটাররা ছন্দ পায়নি। ওদের যখন শেষ ৩০ বলে জয়ের জন্য ৩০ রান দরকার ছিল, তখন আমার মনে হয়েছিল, ওরা এগিয়ে আছে। কিন্তু ওদের যখন জয়ের জন্য ৪ ওভারে ২৭ রান দরকার ছিল, তখন আমার মনে হয়, ওরা চাপে আছে। সেই সময়ই মনে হয়, আমরা জয় পেতে পারি। দলের সব বোলার যেভাবে এই জয়ে অবদান রেখেছে, অধিনায়ক হিসেবে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’

আরও পড়ুন-

IPL 2023: শেষ ওভারে কামাল মোহিত শর্মার, উত্তেজক ম্যাচে জয় গুজরাট টাইটানসের

IPL 2023: শেষ ৩-৪ ওভারে চাপ সামাল দিতে না পেরেই হারতে হল, স্বীকার রাহুলের

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন