IPL 2023: পাওয়ার প্লে-তে ৫০-এর বেশি রান করতে পেরেই জয় সহজ হল, মত ডু প্লেসির

এবারের আইপিএল-এ ধারাবাহিকতা দেখাতে না পারলেও, লড়াই করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়ে দিল আরসিবি।

অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৫ নম্বরে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচের শুরুতেই লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল চোট পেয়ে মাঠ ছাড়ায় সুবিধা পেয়ে যায় আরসিবি। ব্যাটিং বিপর্যয়ের পরেও বোলারদের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এই ম্যাচে জয় পেল ফাফ ডু প্লেসির দল। জয়ের পর আরসিবি অধিনায়ক বলেছেন, ‘আমাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামের উইকেটের যা চরিত্র, তার সঙ্গে লখনউয়ের উইকেটের কোনও মিলই নেই। এখানকার উইকেট সম্পূর্ণ আলাদা। আমরা প্রথম ৬ ওভারে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছি। একইভাবে খেলতে থাকলে তবেই এরকম পারফরম্যান্স দেখানো সম্ভব। আমরা প্রথম ৬ ওভারে ৫০-এর বেশি রান করতে সক্ষম হই। এটাই ম্যাচের পরিস্থিতি বদলে দেয়।’

ডু প্লেসিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। নিজের দলের পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেছেন, ‘এই উইকেটে প্রথমে ব্যাটিং করা জরুরি ছিল। স্পিনাররা কঠোর পরিশ্রম করেছে। এমনকী, মহীপালও (লোমরোর) ভালো বোলিং করে। এই উইকেটে যদি ভালো জায়গায় বল রাখা যায়, তাহলে রান করা অত্যন্ত কঠিন হয়ে যায়। আমার মাথায় ছিল, এই উইকেটে ১৩৫ রান ভালো স্কোর। আমরা যদি ১৩৫ রান করতে পারতাম, তাহলে আমি খুশি হতাম। আমরা ফিল্ডিং করতে নামার আগে দলের সবাইকে বলেছিলাম, আমরা যে স্কোর করেছি, সেটাই ম্যাচ জেতার জন্য যথেষ্ট। কে এল (রাহুল) ব্যাটিং করতে না পারায় আমাদের কিছুটা সুবিধা হয়। আমাদের মনে হয়েছিল, পাওয়ার প্লে-তে ২-৩টি উইকেট নিতে পারলেই ওদের কাজটা কঠিন হয়ে যাবে। করণের (শর্মা) পারফরম্যান্সে আমি খুব খুশি। ও সবসময় কঠোর পরিশ্রম করে, কিন্তু স্বীকৃতি পায় না। (জশ) হ্যাজেলউড দলে ফেরায় আমি খুব খুশি হয়েছি। ওর অনুপস্থিতিতে যারা খেলেছে, তারাও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু হ্যাজেলউড দলে ফেরায় ভালো হয়েছে।’

Latest Videos

হ্যাজেলউড বলেছেন, ‘আমি দীর্ঘদিন পর মাঠে ফিরলাম। মাঠে নেমে শুরুতে একটু স্নায়ুর চোটে ভুগছিলাম। ক্রিকেটপ্রেমীদের সামনে খেলতে পেরে ভালো লাগল। এই উইকেটে খেলা সত্যিই কঠিন ছিল। আমরা যদি আর একটু রান করতে পারতাম, তাহলে ভালো হত। দর্শকদের চিৎকার দুই দলের ক্রিকেটারদেরই উজ্জীবিত করে তোলে। এই দর্শকদের সামনে খেলা দুই দলের ক্রিকেটারদের পক্ষেই দুর্দান্ত ব্যাপার। অসাধারণ একটি ম্যাচ হল।’

আরও পড়ুন-

IPL 2023: বোলারদের দুর্দান্ত লড়াইয়ে লখনউয়ের বিরুদ্ধে জয়, প্লে-অফের লড়াইয়ে আরসিবি

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

IPL 2023: ফিল্ডিং করতে গিয়ে চোট, মাঠ ছাড়লেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র