সংক্ষিপ্ত

সোমবার আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে দুর্দান্ত লড়াই হল। অধিনায়ক কে এল রাহুলের চোট লখনউয়ের পক্ষে বড় ধাক্কা।

টি-২০ ফর্ম্যাটে ১২৬ রান মোটেই জেতার মতো নয়। কিন্তু সোমবার অ্যাওয়ে ম্যাচে এই পুঁজি নিয়েই লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে গেল লখনউ। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল আরসিবি। প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। অন্যদিকে, ঘরের মাঠে হেরে গিয়ে পয়েন্ট তালিকায় ২ থেকে ৩ নম্বরে নেমে গেল লখনউ। কে এল রাহুলের দলও ৯ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে।

এদিন ম্যাচের দ্বিতীয় ওভারেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান লখনউয়ের অধিনায়ক রাহুল। তিনি মাঠে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। সতীর্থদের পাশাপাশি মেডিক্যাল টিমের সদস্যরাও ছুটে আসেন। রাহুলকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর চোট কতটা গুরুতর, সেটা স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে। রাহুল যদি চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে যান, তাহলে বড় ধাক্কা খাবে লখনউ।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ডু প্লেসি। গত ৩ ম্যাচে তিনি 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে খেলেন। এই ৩ ম্যাচে অধিনায়কত্ব করেন বিরাট। তাঁর নেতৃত্বে ২ ম্যাচে জয় পায় এবং ১ ম্যাচে হেরে যায় আরসিবি। ডু প্লেসি প্রথম একাদশে ফিরতেই জয়ে ফিরল আরসিবি। লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে অবশ্য বড় স্কোর করতে পারেনি আরসিবি। ৯ উইকেটে ১২৬ রান করেন ডু প্লেসিরা। ওপেনিং জুটিতে ৬২ রানের পর ব্যাটিং বিপর্যয় হয়। ইনিংসে মাত্র ৩ জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৪৪ রান করেন ডু প্লেসি। বিরাট করেন ৩১ রান। দীনেশ কার্তিক করেন ১৬ রান। লখনউয়ের হয়ে ৩ উইকেট নেন নবীন-উল-হক। ২ উইকেট করে নেন রবি বিষ্ণোই ও অমিত মিশ্র। ১ উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম।

রান তাড়া করতে নেমে ৩৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে লখনউ। কিছুটা লড়াই করেন গৌতম (২৩) ও অমিত (১৯)। আরসিবি-র হয়ে ২ উইকেট করে নেন জশ হ্যাজেলউড ও করণ শর্মা। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল।

আরও পড়ুন-

Nicholas Pooran: ডাল মাখানি, পনির বাটার মশলা, বাটার চিকেনে মজে নিকোলাস পুরাণ

IPL 2023: ফিল্ডিং করতে গিয়ে চোট, মাঠ ছাড়লেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল

IPL 2023: কয়েক বছর আগেও রাস্তায় ফুচকা বিক্রি করতেন, আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ যশস্বীর