আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস।
সোমবার ঘরের মাঠে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি চোট পান। আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসির কভার ড্রাইভ আটকাতে বাউন্ডারি লাইন পর্যন্ত ছুটে যান রাহুল। তিনি ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে ফেলে থ্রো করে দেন। কিন্তু তখনই তাঁর উরুর পেশিতে চোট লাগে। এরপরেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ভালোভাবে হাঁটতে পারছিলেন না রাহুল। তাঁর পক্ষে আর এই ম্যাচে ব্যাটিং করা সম্ভব হবে না। লখনউয়ের নেতৃত্বের ভার সামলাচ্ছেন ক্রুণাল পান্ডিয়া। রাহুলের চোট কতটা গুরুতর সেটা এখনই বোঝা যাচ্ছে না। তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তারপরেই চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
রাহুলের চোট যদি গুরুতর হয়, তাহলে লখনউ সুপার জায়ান্টস তো বটেই, ভারতীয় দলের জন্যও উদ্বেগ তৈরি হবে। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহুল। তিনি যদি চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, তাহলে সমস্যায় পড়ে যাবে ভারতীয় দল।
রাহুলের পাশাপাশি চোট পেয়েছেন সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাটও। রবিবার নেটে অনুশীলন চলাকালীন একটি বল করে ফলো-থ্রুতে পড়ে যান উনাদকাট। তাঁর শরীরের সব ভার গিয়ে পড়ে বাঁ কাঁধে। ফলে আরসিবি-র বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়নি এই পেসারকে। তাঁকে স্ক্যান করানোর জন্য মুম্বইয়ে যেতে হতে পারে। তবে উনাদকাটের চেয়েও বেশি উদ্বেগ তৈরি হয়েছে রাহুলের চোট নিয়ে।
লখনউ সুপার জায়ান্টস চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ভালো জায়গায় আছে। দলকে ভালোভাবেই পরিচালনা করছেন রাহুল। তিনি ব্যাট হাতেও সাফল্য পাচ্ছেন। দলের দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার রাহুল। ফলে তিনি যদি চোটের জন্য খেলতে না পারেন, তাহলে সমস্যায় পড়ে যাবে লখনউ সুপার জায়ান্টস। রাহুলকে যেভাবে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, তাতে তাঁর চোট সামান্য নয় বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। এই ব্যাটারকে যদি চোটের কারণে কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়, তাহলে তাঁর দলের কাজটা কঠিন হয়ে যাবে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, রাহুলের পক্ষে হয়তো চলতি আইপিএল-এ আর কোনও ম্যাচেই খেলা সম্ভব হবে না। তবে এখনই নিশ্চিতভাবে সে কথা বলা যাচ্ছে না।
আরও পড়ুন-
IPL 2023: কয়েক বছর আগেও রাস্তায় ফুচকা বিক্রি করতেন, আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ যশস্বীর
IPL 2023: জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার হাতছানি, ঘরের মাঠে বিরাটদের মুখোমুখি রাহুলরা
IPL 2023: আইপিএল-এর ১০০০-তম ম্যাচে ওয়াংখেড়েতে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির মুম্বইয়ের