সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ একাধিক ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে জয় এসেছে। রবিবার ছিল তেমনই একটি দিন। ঘরের মাঠে অসাধারণ লড়াই করে পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস।

রবিবার ছিল আইপিএল-এর ইতিহাসে ১০০০-তম ম্যাচ। জন্মদিনে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেলবেন, এমনই আশায় ছিলেন মুম্বই ইন্ডিয়ানসের সমর্থকরা। কিন্তু তাঁদের হতাশ করেন রোহিত। তিনি মাত্র ৩ রান করেন। তবে অধিনায়ক রান না পেলেও, স্মরণীয় জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস। আইপিএল-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ল ৫ বারের চ্যাম্পিয়নরা। এর আগে ওয়াংখেড়েত সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড মুম্বই ইন্ডিয়ানসেরই ছিল। ২০১৯ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে নেমে জয় পেয়েছিলেন রোহিতরা। রবিবার তাঁরা সেই রেকর্ড ছাপিয়ে গেলেন। 

মুম্বই ইন্ডিয়ানসের এই জয়ের নায়ক টিম ডেভিড বলেছেন, ‘আমাদের জয় দরকার ছিল। অসাধারাণ অনুভূতি হচ্ছে। ওয়াংখেড়েতে খেলার চেয়ে ভালো কোনও অনুভূতি নেই। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। গত কয়েকটি ম্যাচে আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। সেই কারণে এই ম্যাচে জয় পেয়ে ভালো লাগছে। আমার মনে হয়েছিল, সব বোলারকেই আক্রমণ করা উচিত। ব্যাটিং করার জন্য ভালো পরিবেশ ছিল। আমি অনেকদিন ধরে এরকম একটা ইনিংস খেলার চেষ্টা করছিলাম। আমি জানতাম, বোলার ইয়র্কার দিতে না পারলেই আমার সামনে বড় শট খেলার সুযোগ থাকবে। ঠিক সেটাই হল।’

রোহিত বলেছেন, 'আমরা যেভাবে রান তাড়া করে জয় পেলাম তাতে খুব ভালো লাগছে। গত ম্যাচেও আমরা এরকমই টার্গেট তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমাদের এরকম পারফরম্যান্স দেখানোর ক্ষমতা আছে। শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। টিমের অসাধারণ দক্ষতা ও বড় শট খেলার ক্ষমতা আছে। এরকম ক্ষমতা কারও থাকলে বোলারকে ভাবতে হবেই।'

বিপক্ষের তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালের প্রশংসা করে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক বলেছেন, ‘আমি গত বছর ওকে দেখেছিলাম। এ বছর ওর খেলা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আমি ওকে প্রশ্ন করেছিলাম, কোথা থেকে এত শক্তি পাচ্ছে। ও আমাকে বলেছে, জিমে সময় কাটাচ্ছে। ও অসাধারণ টাইমিং করছে। এটা ওর জন্য, ভারতীয় ক্রিকেটের জন্য এবং রাজস্থান রয়্যালসের জন্য ভালো।’

ম্যাচের সেরা যশস্বী বলেছেন, ‘আইপিএল-এ শতরান করা আমার স্বপ্ন ছিল। আমি পরিশ্রম করে যেতে চেয়েছিলাম। তার ফল পেলাম। আমি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চাই। ফিটনেস ও ডায়েটের উপর জোর দিচ্ছি। আমি স্ট্রেট ড্রাইভ ও কভার ড্রাইভ খেলতে পছন্দ করি। এই দুটো শট খেলতে পারলে আত্মবিশ্বাসী হয়ে উঠি।’

আরও পড়ুন-

IPL 2023: বিফলে যশস্বী জয়সোয়ালের অসাধারণ শতরান, শেষ ওভারে ৩ ছক্কায় বাজিমাত টিম ডেভিডের

IPL 2023: চিপকে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ বলে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান