শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পেলে সরকারিভাবে প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করত গুজরাট টাইটানস। কিন্তু সেটা হল না।
গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে সহজেই হারিয়ে এবারের আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ানস। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মার দলের পয়েন্ট ১৪। এদিন হেরেও ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থেকে গেলেন হার্দিক পান্ডিয়ারা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেলে এদিনই প্লে-অফে যাওয়া নিশ্চিত করে ফেলত গুজরাট টাইটানস। কিন্তু শুবমান গিল, ঋদ্ধিমান সাহাদের পরিকল্পনা ভেস্তে দিলেন সূর্যকুমার যাদব। গুজরাট টাইটানসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও মুম্বই ইন্ডিয়ানসকে বড় স্কোর করা থেকে আটকাতে পারলেন না রশিদ খান। প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করে জয় নিশ্চিত করে ফেলে মুম্বই ইন্ডিয়ানস। বোলিংয়ের পর ব্যাটিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখালেন রশিদ। লড়াই করলেন ডেভিড মিলারও। কিন্তু তারপরেও ২৭ রানে হেরে গেল গুজরাট টাইটানস।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর দলের বোলাররা এদিন একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। স্ট্রাইক বোলার মহম্মদ সামি ৪ ওভার বোলিং করে ৫৩ রান দেন। তিনি উইকেট পাননি। মোহিত শর্মা ১ উইকেট নিলেও, ৪ ওভারে ৪৩ রান দেন। ৪ ওভারে ৩৮ রান দেন নূর আহমেদ। ৪ ওভারে ৫২ রান দেন আলজারি জোশেফ। ভালো বোলিং করেন একমাত্র রশিদ। এই আফগান লেগ-স্পিনার ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন।
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে অসাধারণ ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার। ৩০ রান করেন বিষ্ণু বিনোদ। মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত করেন ২৯ রান। ৩১ রান করেন ঈশান কিষাণ। ১৫ রান করেন নেহাল ওয়াধেরা। ৫ উইকেটে ২১৮ রান করে মুম্বই ইন্ডিয়ানস।
রান তাড়া করতে নেমে ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে গুজরাট টাইটানস। একে একে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা (২), হার্দিক (৪), শুবমান গিল (৬), বিজয় শঙ্কর (২৯) ও অভিনব মনোহর (২)। এরপর অবশ্য লড়াই করেন ডেভিড মিলার (৪১), রাহুল তেওয়াটিয়া ও রশিদ (অপরাজিত ৭৯)। রশিদের ৩২ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। ১ রান করেন নূর। ৭ রান করে অপরাজিত থাকেন জোশেফ। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল। ২ উইকেট করে নেন পীযূষ চাওলা ও কুমার কার্তিকেয়। ১ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ৮ উইকেটে ১৯১ রান করে গুজরাট টাইটানস।
আরও পড়ুন-
IPL 2023: জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ধৈর্য ধরে আছেন যশস্বী জয়সোয়াল
IPL 2023: ১৩ বলে অর্ধশতরান, আইপিএল-এ নতুন রেকর্ড যশস্বী জয়সোয়ালের
MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি