ঘরের মাঠে গুজরাট টাইটানসকে সহজেই হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ানস। প্লে-অফের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল রোহিত শর্মার দল।
শুক্রবার আইপিএল-এ প্রথম শতরান করলেন মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। তিনি ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। সূর্যকুমারের এই ইনিংস মুম্বই ইন্ডিয়ানসকে জয় পেতে সাহায্য করে। দলকে জেতানোর পর এই তারকা ব্যাটার বলেছেন, ‘এটা যে টি-২০ ফর্ম্যাটে আমার অন্যতম সেরা ইনিংস, সেটা বলাই যায়। আমি যখনই রান পাই, তখনই মনে হয় দলের জেতা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এই ম্যাচে আমরা প্রথমে ব্যাটিং করলাম। আমাদের ২০০ থেকে ২২০ রান তাড়া করতে হলেও একইভাবে ব্যাটিং করা উচিত।’
সূর্যকুমার আরও বলেছেন, ‘ম্যাচ চলাকালীন মাঠে প্রচুর শিশির পড়ছিল। আমাদের ইনিংসের ৭-৮ ওভার থেকে শিশির পড়া শুরু হয়। সেই পরিস্থিতিতে কী ধরনের শট খেলতে হয় আমি জানি। আমি সোজা বোলারের মাথার উপর দিয়ে শট খেলার কথা ভাবছিলাম না। আমার মাথায় দুটো শট ছিল। একটি শট খেলার কথা ভাবছিলাম ফাইন লেগের উপর দিয়ে এবং অন্য শট খেলার কথা ভাবছিলাম থার্ড ম্যানের উপর দিয়ে। আমি ম্যাচের আগে অনেক অনুশীলন করেছি। সেই কারণে ম্যাচে কীভাবে ব্যাটিং করব সে ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল।’
মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হল। বিশেষ করে আমাদের দৃষ্টিকোণ থেকে দুর্দান্ত ম্যাচ হল। ২ পয়েন্ট পেয়ে আমরা খুশি। ম্যাচ জিতে খুব ভালো লাগছে। আমরা এই ম্যাচে প্রথমে ব্যাটিং করলাম, তারপর ভালোভাবে বোলিং ও ফিল্ডিং করে জয় পেলাম। আমরা পরপর উইকেট নিতে পেরেছি। এই ফর্ম্যাটে সেটা করতেই হয়। আমাদের বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখাল। সূর্যকুমার আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমরা ডানহাতি-বাঁহাতি ব্যাটিং কম্বিনেশন বজায় রাখতে চেয়েছিলাম। কিন্তু সূর্যকুমার এসে বলে, ও ব্যাটিং করতে যেতে চায়। ওর এমনই আত্মবিশ্বাস আছে। এর ফলে দলের সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সূর্যকুমার প্রতিটি ম্যাচেই নতুনভাবে খেলতে চায়। ও গত ম্যাচ নিয়ে ভাবে না। অনেকে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্ববোধ করে। কিন্তু সূর্যকুমার সেসব নিয়ে ভাবে না।’
গুজরাট টাইটানসকে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ানস। এই জয়ের ফলে প্লে-অফের যোগ্যতা অর্জন করার পথে অনেকটা এগিয়ে গেলেন রোহিত-সূর্যকুমাররা।
আরও পড়ুন-
IPL 2023: গুজরাট টাইটানসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ানস
IPL 2023: চাহালের রেকর্ড গড়ার দিনে উজ্জ্বল যশস্বী, সহজ জয় রাজস্থান রয়্যালসের
MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি