IPL 2023: ব্যাটে-বলে অসাধারণ লড়াই, ওয়াংখেড়েতে ট্র্যাজিক নায়ক রশিদ খান

আইপিএল-এ যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। গুজরাট টাইটানসে যোগ দেওয়ার পর এই ফ্র্যাঞ্চাইজির হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রশিদ।

প্রথমে ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট, তারপর চাপের মুখে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে ৩২ বলে অপরাজিত ৭৯। ৩টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়াম মাতিয়ে দিলেন গুজরাট টাইটানসের অলরাউন্ডার রশিদ খান। অপরাজিত শতরান করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হলেন মুম্বই ইন্ডিয়ানসের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। কিন্তু রশিদকেও ম্যাচের সেরার পুরস্কার দেওয়াই যেত। সতীর্থদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় দলকে জেতাতে পারলেন না রশিদ। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিলেন আফগানিস্তানের অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় তাঁর পারফরম্যান্সের প্রশংসা করছেন ক্রিকেটপ্রেমীরা।

শুক্রবার ম্যাচের প্রথম উইকেট নেন রশিদই। তিনি আউট করেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর মুম্বই ইন্ডিয়ানসের অপর ওপেনার ঈশান কিষাণকেও আউট করেন রশিদ। তাঁর তৃতীয় শিকার হন নেহাল ওয়াধেরা। এরপর টিম ডেভিডকেও আউট করেন রশিদ

Latest Videos

২১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৩ রানে ৮ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় গুজরাট টাইটানস। সেই অবস্থা থেকে পাল্টা লড়াই শুরু করেন রশিদ। তাঁর বিধ্বংসী ইনিংসে চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ানস। শেষপর্যন্ত গুজরাট টাইটানসকে জেতাতে না পারলেও, ছাপ ফেলে গেলেন রশিদ

এই হারের পর গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, 'এই ম্যাচে আমাদের দলের সদস্যদের মধ্যে একমাত্র রশিদই ভালো পারফরম্যান্স দেখাতে পারল। ও যেভাবে ব্যাটিং ও বোলিং করল সেটা অসাধারণ। এই ফলের পর আমাদের আর বেশি কিছু করার নেই। আমাদের দল এই ম্যাচে জেতার মতো খেলেনি। আমাদের বোলিং একেবারেই সাদামাঠা হয়েছে। আমাদের পরিকল্পনা হয়তো ঠিক ছিল না বা পরিকল্পনা কার্যকর করতে পারিনি। এই উইকেট ব্যাটারদের সাহায্য করেছে। কিন্তু তারপরেও আমার মনে হয়, আমরা ওদের অতিরিক্ত ২৫ রান দিয়েছি।'

সূর্যকুমারের প্রশংসা করে হার্দিক বলেছেন, ‘ওর সম্পর্কে যথেষ্ট বলেছি। ও টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার। পরিকল্পনা কার্যকর করতে না পারলে কী হয় সেটা এই ম্যাচে দেখা গেল। আমার কাছে বোলার হিসেবে পরিকল্পনা স্পষ্ট থাকা অত্যন্ত জরুরি। আমি শুধু ফিল্ডিং সাজাতে পারি। আমরা শুরুতেই ৫ উইকেট হারিয়ে বসি। তারপর শেষ ১০ ওভারে ১২৯ রান করি। আমরা যথেষ্ট লড়াই করতে পারিনি। পরিকল্পনা কার্যকর করতেও পারিনি। তার ফলেই হেরে গেলাম।’

আরও পড়ুন-

IPL 2023: এটাই টি-২০ ফর্ম্যাটে অন্যতম সেরা ইনিংস, বললেন সূর্যকুমার যাদব

IPL 2023: গুজরাট টাইটানসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ানস

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন