IPL 2023: সামির বলে থার্ডম্যানের উপর দিয়ে ছক্কা, সূর্যকুমারের ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সচিন

Published : May 13, 2023, 12:49 PM ISTUpdated : May 13, 2023, 01:00 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

আইপিএল-এ এর আগেও অনেক ভালো ইনিংস খেলেছেন, তবে শতরান পাননি। শুক্রবার প্রথম শতরান করলেন সূর্যকুমার যাদব। তাঁর বিস্ফোরক ইনিংসে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। 

টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর ব্যাট থেকে নানা ধরনের শট দেখা যায়। এবারের আইপিএল-এর শুরুতে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না সূর্যকুমার। কিন্তু ফর্ম ফিরে পেয়েছেন এই তারকা। শুক্রবার আইপিএল-এ প্রথম শতরানও করে ফেললেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই তারকা ব্যাটার। ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। এর মধ্যে মহম্মদ সামির একটি বলে থার্ডম্যানের উপর দিয়ে ওভার-বাউন্ডারি মারেন সূর্যকুমার। এই শট দেখে উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর সচিন তেন্ডুলকর। তিনি সূর্যকুমারের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন।

 

 

সচিনের ট্যুইট, ‘সূর্যকুমার যাদব এদিন সন্ধের আকাশ উজ্জ্বল করে তুলল। ও সারা ইনিংসে অসাধারণ সব শট খেলল। তবে একটি শট আমার মনে আলাদা করে দাগ কেটেছে। যে শটে মহম্মদ সামির বলে থার্ডম্যানের উপর দিয়ে ছক্কা মারল সূর্যকুমার, সেটা অসাধারণ।’ এই শট খেলার সময় যেভাবে ব্যাট চালান সূর্যকুমার, খুব কম ব্যাটারই এভাবে শট খেলতে পারেন। অকারণে তাঁকে ৩৬০ ডিগ্রি খেলোয়াড় বলা হয় না। নানা ধরনের উদ্ভাবনী শট খেলেন এই তারকা ব্যাটার। যেদিন মেজাজে থাকেন সূর্যকুমার, সেদিন তাঁকে থামানো যায় না। শুক্রবারও ঠিক সেটাই হয়। 

এই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি সামি। ৪ ওভার বোলিং করে ৫৩ রান দেন এই পেসার। তাঁর যে বলে থার্ডম্যানের উপর দিয়ে ছক্কা মারেন সূর্যকুমার, সেই শট খেলার সময় লেগ সাইডে সরে যান সূর্যকুমার। প্রথমে মনে হয়েছিল লফটেড ড্রাইভ মারবেন তিনি। কিন্তু শেষপর্যন্ত কবজির মোচড়ে থার্ডম্যানের উপর দিয়ে শট খেলেন সূর্যকুমার। বলটি বাউন্ডারি লাইনের বাইরে উড়ে যায়। টেলিভিশনে দেখা যায়, ডাগআউটে বসে থাকা সচিন এই শট দেখে পাশে বসে থাকা পীযূষ চাওলার সঙ্গে আলোচনা করছেন সচিন।

ম্যাচ শেষ হওয়ার পর নিজের ইনিংস প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন, ‘মাঠে প্রচুর শিশির পড়ছিল। কী ধরনের শট খেলতে হবে সেটা আমি জানতাম। আমি সোজা কোনও শট খেলার কথা ভাবিনি। ফাইন লেগ ও থার্ডম্যানের উপর দিয়েই শট খেলার কথা ভাবছিলাম। সেভাবেই ব্যাটিং করলাম। অনুশীলনে এই ধরনের শট খেলি। ফলে ম্যাচেও এভাবে  ব্যাটিং করতে সমস্যা হয় না।’

আরও পড়ুন-

IPL 2023: ব্যাটে-বলে অসাধারণ লড়াই, ওয়াংখেড়েতে ট্র্যাজিক নায়ক রশিদ খান

IPL 2023: এটাই টি-২০ ফর্ম্যাটে অন্যতম সেরা ইনিংস, বললেন সূর্যকুমার যাদব

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?