IPL 2023: মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে জোড়া উইকেট, পাঞ্জাবকে জেতালেন আর্শদীপ

শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন পাঞ্জাব কিংসের তরুণ বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তিনি দলকে জিততে সাহায্য করলেন।

শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা এক অসাধারণ দৃশ্য দেখলেন। মুম্বই ইন্ডিয়ানসের ইনিংসের শেষ ওভারে দু'বার স্টাম্প ভেঙে দিলেন পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। এই ওভারের তৃতীয় বলে তিলক ভার্মা এবং পরের বলে নেহাল ওয়াধেরাকে বোল্ড করে দেন। দু'বারই বল লাগে মিডল স্টাম্পে। স্টাম্প ক্যামেরা ভেঙে যাওয়ার পর স্টাম্প বদল করতে হয়। জয়ের জন্য শেষ ওভারে মুম্বইয়ের দরকার ছিল ১৬ রান। আর্শদীপের প্রথম বলে ১ রান নেন টিম ডেভিড। পরের বলে রান করতে পারেননি তিলক ভার্মা। তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিলক। পরের বলেই আউট হয়ে যান নেহাল। পঞ্চম বলে রান করতে পারেননি জোফ্রা আর্চার। শেষ বলে ১ রান করেন আর্চার। ফলে ১৩ রানে জয় পায় পাঞ্জাব।

অসাধারণ বোলিং করে পাঞ্জাবকে জেতান আর্শদীপ। এই বাঁ হাতি পেসার ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। দলকে জেতানোর পর আর্শদীপ বলেছেন, ‘উইকেট পেলে সবসময়ই ভালো লাগে। এখন দল জেতায় আমি বেশি খুশি হয়েছি। নো-বলের সমস্যা দূর করার লক্ষ্যে আমি রান-আপ কমিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি নিজের খেলা উপভোগ করছি। আমি দুর্দান্ত ছন্দে বোলিং করছি। আমি স্বাভাবিকভাবেই শান্ত থাকি। আমার হার্ট-রেট ১২০-তেও পৌঁছয় না।’

Latest Videos

পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান বলেছেন, ‘এই জয় আমাদের কাছে আলাদা। এই মাঠে খেলার অনুভূতি অসাধারণ। এই মাঠের পরিবেশ অবিশ্বাস্য। এই জয় আমাদের কাছে অত্যন্ত ইতিবাচক। আমাকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া উচিত হয়নি। কারণ, আমাদের দলের আরও অনেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। শিখর (ধাওয়ান) চোটের জন্য খেলতে পারছে না। ফলে আমাদের দায়িত্ব নিতে হত। আমাদের দলের সবাই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। শিখর খুব তাড়াতাড়ি ফিট হয়ে উঠবে। আমরা ৭ ম্যাচ খেলে ৪টিতে জয় পেলাম। আমরা খারাপ জায়গায় নেই। টিম ম্যানেজমেন্ট ও স্থানীয় ছেলেরা দুর্দান্তভাবে সাহায্য করছে। ছেলেরা নিজেদের খেলা উপভোগ করছে। আমাদের অনেকদূর যেতে হবে।’

মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এই ম্যাচ হেরে আমরা একটু হতাশ। আমরা কিছু ভুল করেছি। সেটা খেলার সময় মাঠে হতেই পারে। সেটা নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা ৬ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতেছি এবং ৩ ম্যাচ হেরেছি। এই টুর্নামেন্টে এখনও অনেক সময় বাকি। আর্শদীপ শেষ ২ ওভারে যেভাবে বোলিং করেছে, তাতে ওকে কৃতিত্ব দিতেই হবে।’

আরও পড়ুন-

IPL 2023: টি-২০ ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৬,০০০ রান সূর্যকুমার যাদবের

IPL 2023: আর্শদীপ সিংয়ের অসাধারণ স্পেল, মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাবের

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today