IPL 2023: আর্শদীপ সিংয়ের অসাধারণ স্পেল, মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাবের

Published : Apr 22, 2023, 11:30 PM ISTUpdated : Apr 22, 2023, 11:54 PM IST
Arshdeep Singh

সংক্ষিপ্ত

শনিবার আইপিএল-এ দু'টি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হল। প্রথমে গুজরাট টাইটানস-লখনউ সুপার জায়ান্টস ম্যাচের উত্তেজক সমাপ্তি হল, তারপর মুম্বই ইন্ডিয়ানস-পাঞ্জাব কিংস ম্যাচেও অসাধারণ লড়াই হল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুম্বই ইন্ডিয়ানসকে ১৩ রানে হারিয়ে এবারের আইপিএল-এ চতুর্থ জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। শনিবার এই ম্যাচে পাঞ্জাবের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন স্যাম কারান ও আর্শদীপ সিং। মুম্বইয়ের হয়ে অসামান্য লড়াই করেন ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, টিমন ডেভিড। কিন্তু আর্শদীপের জন্যই জয় পেল পাঞ্জাব। এদিন হেরে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল রোহিত শর্মার দল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে পাঞ্জাব। আইপিএল যত এগোচ্ছে ততই লড়াই তীব্রতর হচ্ছে। সব দলই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য লড়াই চালাচ্ছে।

এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তাঁর দলের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৮ উইকেটে ২১৪ রান করে পাঞ্জাব। ২৯ বলে ৫৫ রানের অসাধারণ ইনিংস খেলেন পাঞ্জাবের অধিনায়ক কারান। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ২৮ বলে ৪১ রান করেন হরপ্রীত সিং। তিনি ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২৯ রান করেন অথর্ব তাইদে। ২৬ রান করেন ওপেনার প্রভসিমরন সিং। জিতেশ শর্মা করেন ২৫ রান। ওপেনার ম্যাথু শর্ট করেন ১১ রান। লিয়াম লিভিংস্টোন করেন ১০ রান। ৫ রান করেন হরপ্রীত ব্রার। 

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে অভিজ্ঞ লেগ-স্পিনার পীযূষ চাওলা ছাড়া বাকি সব বোলারই প্রচুর রান দেন। অর্জুন তেন্ডুলকর ৩ ওভার বোলিং করে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন। ৩ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ৪ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন ক্যামেরন গ্রিন। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন জোফ্রা আর্চার। ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন চাওলা। ৩ ওভার বোলিং করে ২৪ রান দেন হৃতিক শকিন। তিনি উইকেট পাননি।

রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান মুম্বইয়ের ওপেনার ঈশান কিষাণ (১)। অধিনায়ক রোহিত করেন ৪৪ রান। গ্রিন করেন ৬৭ রান। ২৬ বলে ৫৭ রান করেন সূর্যকুমার। ২৫ রান করেন অপরাজিত থাকেন ডেভিড। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন আর্শদীপ। ১ উইকেট করে নেন নাথান এলিস ও লিয়াম লিভিংস্টোন। 

আরও পড়ুন-

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

IPL 2023: শেষ ওভারে কামাল মোহিত শর্মার, উত্তেজক ম্যাচে জয় গুজরাট টাইটানসের

IPL 2023: রবিবারই কি ইডেনে শেষবার খেলতে নামছেন ধোনি? দর্শকদের উন্মাদনা তুঙ্গে

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড