আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে এবারের আইপিএল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে তর্ক-বিতর্ক। সবাই প্রিয় দলের জন্য গলা ফাটাতে তৈরি।
শুক্রবার সন্ধেবেলা টেলিভিশন বা মোবাইল ফোনে চোখ থাকছে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর। এদিনই যে শুরু মহারণ। ১৬-তম আইপিএল-এর উদ্বোধন হচ্ছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার লড়াই। হার্দিক বরাবরই ধোনিকে তাঁর মেন্টর হিসেবে উল্লেখ করে এসেছেন। অনেকেই ধোনির অধিনায়কত্বের সঙ্গে হার্দিকের অধিনায়কত্বের মিল খুঁজে পাচ্ছেন। গতবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক। এবারও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই খেলতে নামছে তাঁর দল। গতবার দু'টি সাক্ষাৎকারেই সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিল গুজরাট। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামছেন হার্দিকরা। তাঁরা ঘরের মাঠে খেলার সুবিধাও পাচ্ছেন। যদিও ধোনি সারা দেশেই জনপ্রিয়। আমেদাবাদেও ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়কের অনুরাগীর সংখ্যা কম নেই। ফলে শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনেকেই ধোনির জন্যও গলা ফাটাবেন। গতবার আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি সিএসকে। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ধোনিরা।
বৃহস্পতিবার আমেদাবাদে বৃষ্টি হওয়ায় শুক্রবার আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার দু'দল যখন অনুশীলন করছিল, তখনই শুরু হয় হাল্কা বৃষ্টি। ফলে দ্রুত অনুশীলন শেষ করে দিতে হয়। এরপর জোরে বৃষ্টি শুরু হয়। ঘন কালো মেঘে ছেয়ে যায় আমেদাবাদের আকাশ। ফলে শুক্রবার কীভাবে খেলা হবে সেটা নিয়ে আশঙ্কা তৈরি হয়। তবে শুক্রবার সেই আশঙ্কা দূর হয়েছে। এদিন আর বৃষ্টির পূর্বাভাস নেই। সন্ধেবেলা সর্বাধিক তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৭ শতাংশ। বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস নেই। ফলে ভালোভাবেই হবে ম্যাচ।
এদিন সন্ধে ৬টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, রশ্মিকা মন্দানা, তামান্না ভাটিয়া। বৃহস্পতিবার হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধে সাতটায় হবে টস। এরপর সাড়ে ৭টায় শুরু হবে খেলা। এবারই প্রথম টস করার পর প্রথম একাদশ ঘোষণা করতে পারবেন দু'দলের অধিনায়ক। ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তনও করা যাবে। এবারের আইপিএল-এ চালু হচ্ছে 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল'। ম্যাচের যে কোনও সময় একজন ক্রিকেটারের পরিবর্তে অন্য একজনকে মাঠে নামানো যাবে। এবারের আইপিএল-এ আরও কিছু অভিনব ঘটনা দেখা যাবে।
আরও পড়ুন-
IPL 2023: শুক্রবার আইপিএল-এর উদ্বোধন, সিএসকে-র বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে গুজরাট
IPL 2023: কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মগজাস্ত্র, অভিজ্ঞ অলরাউন্ডাররাই ভরসা কেকেআর-এর
মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও