সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এ যে দলগুলি ধারাবাহিকতা দেখাচ্ছে, তার মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। লিগ যত গড়াচ্ছে, এই দুই দলের সেরা খেলা দেখা যাচ্ছে।
চিপকে চেন্নাই সুপার কিংসকে হারানো খুব কঠিন। ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নজির মহেন্দ্র সিং ধোনির দলেরই আছে। আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত চিপকে ৫৭টি ম্যাচ খেলে ৪১টিতেই জয় পেয়েছে সিএসকে। ঘরের মাঠে ৭২ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা। এই রেকর্ড উন্নত করাই তাঁদের লক্ষ্য। তবে বুধবার সহজে সিএসকে-কে জিততে দিতে নারাজ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিনরা লড়াই করতে তৈরি। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন সিএসকে-র হয়ে খেলেছেন অশ্বিন। তাছাড়া চিপক তাঁর ঘরের মাঠ। ফলে এই অভিজ্ঞ অফস্পিনারের উপর ভরসা করছে রাজস্থান। চিপকে সেরা পারফরম্যান্স দেখাতে তৈরি অশ্বিন। যশস্বী জয়সোয়াল, জস বাটলার অসাধারণ ফর্মে। তাঁরাও দলের বড় ভরসা। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনও দলকে জয় এনে দিতে মরিয়া।
ধোনিদের বিরুদ্ধে রাজস্থানের লড়াই অবশ্য সহজ হবে না। গত ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ভালো ফর্মে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও দলের বড় ভরসা। পেসার তুষার পাণ্ডেও উন্নতি করছেন। ফলে বোলি বিভাগ নিয়ে ধোনির চিন্তা কমেছে। স্পিনারদের মধ্যে জাদেজা ছাড়াও আছেন মিচেল স্যান্টনার। বুধবার প্রথম একাদশে রাখা হতে পারে শ্রীলঙ্কার মাহিশ থিকসানাকে। চিপকের পিচ থেকে ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পাচ্ছেন। সেই কারণেই স্পিনারদের ব্যবহার করে রাজস্থানের ব্যাটিং লাইনআপে ধস নামানোর পরিকল্পনা করছেন ধোনি।
রাজস্থান এবারের আইপিএল-এ যে ৩ ম্যাচ খেলেছে, প্রতিটিতেই ১৯০-এর বেশি রান করেছে। পেসারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ট্রেন্ট বোল্ট। স্পিন বিভাগে ভরসা অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল। আইপিএল-এর ইতিহাসে চিপকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড অশ্বিনের দখলে। বুধবারও উইকেট নিতে তৈরি অশ্বিন।
গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম ওভারে বোলিং করার পরেই মাঠ ছাড়েন সিএসকে-র পেসার দীপক চাহার। ফের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই পেসার। ফলে ৪-৫টি ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। চোটের কারণে বুধবার খেলতে পারবেন না বেন স্টোকসও। ফলে দল নিয়ে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছেন ধোনি। রাজস্থানের সব ক্রিকেটারই ফিট। ফলে দল নিয়ে সমস্যা নেই। এই পরিস্থিতিতে ধোনির বিখ্যাত মস্তিষ্কই সিএসকে শিবিরের সবচেয়ে বড় ভরসা। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, অনেক ম্যাচেই অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন ধোনি। বুধবারও তেমনই কিছুর অপেক্ষায় সিএসকে।
আরও পড়ুন-
ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য 'নিরাপদ' শহর কলকাতা, চেন্নাই
ওডিআই বিশ্বকাপের আগে স্টেডিয়ামগুলির খোলনলচে বদলানোর পরিকল্পনা বিসিসিআই-এর
IPL 2023: শেষ বলে জয়, আরসিবি-কে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ