IPL 2023: কাঁধে চোট, শনিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অনিশ্চিত শিখর ধাওয়ান

Published : Apr 21, 2023, 02:44 AM ISTUpdated : Apr 21, 2023, 02:48 AM IST
Shikhar Dhawan

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না পাঞ্জাব কিংস। এরই মধ্যে অধিনায়ক শিখর ধাওয়ানের চোট দলের ব্যাটিং বিভাগের সমস্যা বাড়িয়েছে।

১৩ এপ্রিল গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পান পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁর চোট সারিয়ে ফিট হয়ে উঠতে আরও দু-তিনদিন লাগতে পারে। ফলে শনিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অনিশ্চিত ধাওয়ান। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর এমনই জানিয়েছেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ ট্রেভর গঞ্জালভেজ। ধাওয়ানের পাশাপাশি চোট রয়েছে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডেরও। এই পেসারের ফিটনেস প্রসঙ্গে ট্রেভর বলেছেন, ‘ও আপাতত বেঙ্গালুরুতেই থাকছে। ওর প্রস্তুতি ভালোভাবেই চলছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ও এখনও মাঠে নামার অনুমতি পায়নি। ও ফিট হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা ওর চোট পরীক্ষা করে দেখে তারপর ওর খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

এবারের আইপিএল-এ চোট পাওয়ার আগে পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন ধাওয়ান। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২৩৩ রান করেছেন পাঞ্জাবের অধিনায়ক। তাঁর অনুপস্থিতিতে সমস্যায় পড়ে গিয়েছে দল। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে পাঞ্জাব। আরসিবি-র বিরুদ্ধে ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫০ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। ২৪ রানে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির দল। পাঞ্জাবের ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান প্রভসিমরন সিং (৪৬) ও জিতেশ শর্মা (৪১)। পাঞ্জাবের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও খুব ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

এই হার প্রসঙ্গে পাঞ্জাবের বোলিং কোচ বলেছেন, ‘এই উইকেটে ব্যাটিং করা সহজই ছিল। আমরা ওদের খুব বেশি রান করতে দিইনি ঠিকই কিন্তু নিজেরা ব্যাটিং করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট খুইয়ে বসি। তার ফলেই হারতে হল।’

এই ম্যাচে আরসিবি-র হয়ে অসাধারণ বোলিং করেন পেসার মহম্মদ সিরাজ। তাঁর প্রশংসা করে আরসিবি-র বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ বলেছেন, 'ও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। গত ম্যাচে দু'দল মিলিয়ে প্রায় ৪৪০ রান হয়। কিন্তু সেই ম্যাচেও মাত্র ৩০ রান দেয় সিরাজ। শুধু এই ম্যাচেই নয়, এর আগেও ভালো বোলিং করেছে ও। শুধু আইপিএল-এই নয়, তার আগেও ভালো বোলিং করেছে সিরাজ। আমরা ওকে ভারতীয় দলের হয়েও ভালো বোলিং করতে দেখেছি। ও আমাদের নেতা। ও পাওয়ার-প্লে-তে ভালো বোলিং করছে। ও উইকেট থেকে স্যুইং আদায় করে নিচ্ছে। তার ফলে ব্যাটাররা ওর বলে ড্রাইভ করতে পারছে না।'

আরও পড়ুন-

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের কাছে হারের দায় নিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা

IPL 2023: ডাগআউটে বসে টেস্টে প্রথম রানের কথা ভাবছিলাম, কেকেআর-কে হারিয়ে মন্তব্য সৌরভের

IPL 2023 : ঘরের মাঠে লখনউয়ের কাছে হেরেও আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান

PREV
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর