IPL 2023: ধোনিদের বিরুদ্ধে ফের জয়, পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস

Published : Apr 27, 2023, 11:35 PM ISTUpdated : Apr 28, 2023, 12:03 AM IST
Rajasthan Royals

সংক্ষিপ্ত

২০২২-এর আইপিএল-এর রানার্স রাজস্থান রয়্যালস এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। প্লে-অফের দৌড়ে আপাতত সবার আগে সঞ্জু স্যামসনের দল। 

চিপকের পুনরাবৃত্তি জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। ফের চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচ জিতে মহেন্দ্র সিং ধোনির দলকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসনরা। ৮ ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্ট ১০। দ্বিতীয় স্থানে থাকা গুজরাট টাইটানস ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট সিএসকে-রও। তবে রান রেটে পিছিয়ে থাকায় ৩ নম্বরে ধোনিরা। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। ফলে এই মুহূর্তে এই ৪ দলের মধ্যেই আইপিএল-এর প্লে-অফে যাওয়ার দৌড়ে বাকি ৬ দলের চেয়ে এগিয়ে। 

বৃহস্পতিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। তাঁর দলের ব্যাটাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। ওপেনার যশস্বী জয়সোয়াল ও জস বাটলার ইনিংসের শুরুটা দারুণভাবে করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৮৬ রান। যশস্বী ৪৩ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। বাটলার করেন ২৭ রান। সঞ্জু করেন ২৭ রান। শিমরন হেটমায়ার করেন ৮ রান। ১৫ বলে ৩৪ রান করেন ধ্রুব জুরেল। ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন দেবদত্ত পাড়িক্কল। ১ রান করে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ উইকেটে ২০২ রান করে রাজস্থান রয়্যালস। 

রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭০ রান করেই থেমে যায় সিএসকে। ফলে ৩২ রানে জয় পেল রাজস্থান। সিএসকে-র হয়ে লড়াই করেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, মইন আলি ও রবীন্দ্র জাদেজা। কিন্তু তাঁদের পক্ষে দলকে জয় এনে দেওয়া সম্ভব হয়নি। ২৯ বলে ৪৭ রান করেন রুতুরাজ। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ৩৩ বলে ৫২ রান করেন শিবম। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। মইন ও জাদেজা ২৩ রান করেন। ডেভন কনওয়ে করেন ৮ রান। অজিঙ্কা রাহানে করেন ১৫ রান। ২ বলে খেলে ০ রানে আউট হয়ে যান অম্বাতি রায়াডু।

রাজস্থান রয়্যালসের বোলারদের মধ্যে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন অ্যাডাম জাম্পা। ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ যাদব। 

আরও পড়ুন-

IPL 2023: আরসিবি ম্যাচে মেজাজ হারিয়ে জরিমানা কেকেআর তারকা জেসন রয়ের

IPL 2023: হ্যামস্ট্রিংয়ের চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

Sachin Tendulkar Birthday: জীবনের ৫০ পূর্ণ সচিনের, শুভেচ্ছা সারা ক্রিকেট দুনিয়ার

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: বাংলাদেশের ৯ কোটি টাকার পেসার মুস্তাফিজুরকে সব ম্যাচে পাবে কেকেআর?
ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা: ফের চোট পেলেন, চতুর্থ টি-২০ ম্যাচে দলে নেই শুবমান গিল