IPL 2023: ব্যাটিং লাইনআপে কীভাবে ধস নামল তার জবাব নেই, স্বীকার সঞ্জু স্যামসনের

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তাদের বিরুদ্ধেই ৫৯ রানে অলআউট হয়ে গেল রাজস্থান রয়্যালস। আইপিএল-এর ইতিহাসে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর।

আইপিএল-এ রাজস্থান রয়্যালসের সর্বনিম্ন স্কোর ৫৮। ২০০৯ সালের আইপিএল-এ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই লজ্জাজনক স্কোর করেছিল রাজস্থান। ১৪ বছর পর সেই আরসিবি-র বিরুদ্ধেই ঘরের মাঠ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ৫৯ রান অলআউট হয়ে গেল সঞ্জু স্যামসনের দল। ১১২ রানে হেরে গেল রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু-সমৃদ্ধ ব্যাটিং লাইনআপে কীভাবে ধস নামল, তার কোনও ব্যাখ্যা নেই। স্বয়ং সঞ্জুও উত্তর হাতড়াচ্ছেন। তিনিও এই হারের কারণ খুঁজে পাচ্ছেন না। তবে যে কারণই হোক না কেন, এভাবে হেরে প্লে-অফের যোগ্যতা অর্জন করা কার্যত অসম্ভব হয়ে গেল রাজস্থান রয়্যালসের।

এই হারের পর রাজস্থান রয়্যালসের অধিনায়ক বলেছেন, 'আমাদের দলের ব্যাটিং বিপর্যয় দেখে আমি ভাবছিলাম, কোথায় ভুল হল? আমার কাছে এখনও এর কোনও জবাব নেই। আমরা সবাই আইপিএল-এর প্রকৃতি জানি। আমরা আইপিএল-এর লিগ পর্যায়ে অনেক মজার ঘটনা দেখেছি। এই হারের পর আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ধরমশালায় পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে আমাদের। আমাদের শেষ ম্যাচে ভালো খেলতে হবে। এই পারফরম্যান্সের দায় দলের সবাইকে নিতে হবে।'

Latest Videos

সঞ্জু আরও বলেছেন, ‘আমাদের দলের টপ অর্ডারের ৩ জন ব্যাটারই অনেক রান করছিল। আমরা পাওয়া প্লে-তে অনেক রান করছিলাম। কিন্তু আজ সেটা করতে পারলাম না। এখনও এই ম্যাচ বিশ্লেষণ করার সময় আসেনি। কাউকে দোষারোপ করা যাবে না। আমরা জানি, ম্যাচ যত গড়ায় বল ততই মন্থর গতিতে ব্যাটে আসে। সেই কারণেই জয়সোয়াল, জস আর আমি পাওয়ার প্লে-তে বেশি রান করে নেওয়ার চেষ্টা করি। আমরা এতদিন সেভাবেই খেলে এসেছি। কিন্তু আজ পারলাম না। আরসিবি-র বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের যে টার্গেট ছিল, তাতে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াতে পারত। আমি আশা করেছিলাম, পাওয়ার প্লে-তে ভালো রান করতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু সেটা আর হল না।’

এই ম্যাচ হেরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল রাজস্থান রয়্যালস। এই জায়গা থেকে প্লে-অফে যাওয়া যাবে না। ফলে হতাশ সঞ্জু। তবে তাঁরা শেষ ম্যাচ জিতে সম্মানরক্ষা করতে চাইছেন। শেষ ম্যাচ জিততে পারলে ১৪ পয়েন্ট পাবে রাজস্থান রয়্যালস। এখন সেটাই লক্ষ্য সঞ্জুদের।

আরও পড়ুন-

IPL 2023: ৫৯ রানে অলআউট রাজস্থান রয়্যালস, ১১২ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

IPL 2023: সম্মানরক্ষার জন্য বাকি ম্যাচগুলি খেলতে হবে, বার্তা ওয়ার্নারের

IPL 2023: প্রভসিমরণের শতরান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাব কিংসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র