সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এর শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল দিল্লি ক্যাপিটালসকে। প্রথম কয়েকটি ম্যাচের পরেই প্লে-অফের আশা শেষ হয়ে গিয়েছিল। ঘুরে দাঁড়াতে পারল না দিল্লি ক্যাপিটালস।
প্রথম দল হিসেবে এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করার আশা শেষ হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। ডেভিড ওয়ার্নারের দলের প্লে-অফে যাওয়ার আশা অবশ্য ছিল না। তবে অঙ্কের বিচারে ক্ষীণ আশা বেঁচে ছিল। শনিবার পাঞ্জাব কিংসের কাছে হেরে সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। এই হারের পর ওয়ার্নার বলেছেন, ‘আমরা ওদের কম রানে আটকে রাখতে চেয়েছিলাম। তবে আমরা যে স্কোরের মধ্যে ওদের আটকে রাখতে চেয়েছিলাম, তার চেয়ে বেশি রানই করে ওরা। প্রভসিমরণ (সিং) অসাধারণ খুব ভালো ব্যাটিং করল। আমরা ক্যাচ ফস্কানোয় ওদের রান বেড়ে যায়। পাওয়ার প্লে-র পর ৩০ রানের মধ্যে ৬ উইকেট হারালে জয় পাওয়া সম্ভব নয়। আমাদের বাকি ম্যাচগুলিতে সম্মানরক্ষার জন্য খেলতে হবে। আমরা এবার স্বাধীনভাবেও খেলতে পারব। আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু তারপর আমাদের ব্যাটিং হতাশাজনক হল। এই ফর্ম্যাটে পরপর ম্যাচ হারতে থাকলে দলে বারবার পরিবর্তন আনতে হয়। অনেক ক্রিকেটারকেই বাদ দিতে হয়। আমরা ঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছি। কিন্তু আমরা পরপর ৩-৪টি উইকেট হারাতে থাকি। এই পর্যায়ে সেটা করলে আর জয় পাওয়া সম্ভব নয়।’
এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ওয়ার্নারই। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও তিনি ২৭ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। কিন্তু দলের বাকিরা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফলে নিজে ভালো পারফরম্যান্স দেখিয়েও দিল্লি ক্যাপিটালসকে সাফল্য এনে দিতে পারলেন না ওয়ার্নার। তিনি আইপিএল-এ ৬০-তম অর্ধশতরান করলেন। আগামী বুধবার, ১৭ মে ফের পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সম্মানরক্ষার জন্য সেই ম্যাচ জেতাই ওয়ার্নারদের লক্ষ্য।
শনিবার পাঞ্জাব কিংসের হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন হরপ্রীত ব্রার। তিনি আউট করেন ফিলিপ সল্ট, ওয়ার্নার, রিলি রসু ও মণীশ পাণ্ডেকে। এই পারফরম্যান্সের পর হরপ্রীত বলছেন, ‘এই উইকেটে বোলিং উপভোগ করলাম। প্রথম ওভারে আমি ১৩ রান দিই। তার ফলে একটু স্নায়ুর চাপে ভুগছিলাম। তবে আমার বিশ্বাস ছিল, এই উইকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারব। অন্য প্রান্ত থেকে ভালো বোলিং করে ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করে রাহুল (চাহার)। তার ফলে আমার উইকেট পেতে সুবিধা হয়। যত বেশি সম্ভব ডট বল করাই আমাদের লক্ষ্য ছিল।’
আরও পড়ুন-
IPL 2023: প্রভসিমরণের শতরান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাব কিংসের
IPL 2023: প্রেরক মাঁকড়ের অসাধারণ ইনিংস, হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে লখনউ
MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি