IPL 2023: রাজস্থানকে হারিয়ে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল আরসিবি

ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাজস্থতান রয়্যালসকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি রান না পেলেও তাঁর দল জয় পেল।

বিরাট কোহলি নেতৃত্বে ফিরতেই বদলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটারদের মেজাজ। বিরাটের নেতৃত্বে পরপর ২ ম্যাচে জয় পেল আরসিবি। রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসকে ৭ রানে হারিয়ে দিল আরসিবি। এই জয়ের ফলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল আরসিবি। হেরেও ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেট ভালো থাকার সুবাদে শীর্ষে রাজস্থান। তবে পরপর ২ ম্যাচে হেরে যাওয়ায় চাপে পড়ে গেল সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে, টানা ২ ম্যাচ জিতে ভালো জায়গায় আরসিবি।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু। শুরুটা দুর্দান্তভাবে করেন পেসার ট্রেন্ট বোল্ট। তাঁর প্রথম বলেই বোল্ড হয়ে যান বিরাট কোহলি (০)। এরপর আউট হয়ে যান ৩ নম্বরে ব্যাটিং করতে নামা শাহবাজ আহমেদ (২)। ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। তবে দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফেরান ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডু প্লেসি। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। দীনেশ কার্তিক করেন ১৬ রান। এছাড়া আরসিবি-র আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। মহীপাল লোমরোর ৮, সূযশ প্রভুদেশাই ০, ওয়ানিন্দু হাসারঙ্গা ৬, ডেভিড উইলি অপরাজিত ৪, বিজয়কুমার বিশাক ০ ও মহম্মদ সিরাজ অপরাজিত ১ রান করেন। রাজস্থানের হয়ে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন বোল্ট। ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রান দিয়ে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ৯ উইকেটে ১৮৯ রান করে আরসিবি

Latest Videos

রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। চতুর্থ বলেই জস বাটলার (০) আউট হয়ে গেলেও, লড়াই করেন অপর ওপেনার যশস্বী জয়সোয়াল (৪৭)। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা দেবদত্ত পাড়িক্কল ৩৪ বলে ৫২ রান করেন। রাজস্থানের অধিনায়ক সঞ্জু করেন ২২ রান। ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। রান পাননি শিমরন হেটমায়ার (৩)। অশ্বিন করেন ১২ রান। আরসিবি-র হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। ১ উইকেট করে নেন সিরাজ ও উইলি।

আরও পড়ুন-

Sachin Tendulkar: জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের

সচিনই টেকনিক্যালি সেরা ব্যাটার, মত দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিংয়ের

IPL 2023: ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেক কেটে আগাম জন্মদিন পালন সচিন তেন্ডুলকরের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar