Sachin Tendulkar: জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের

সোমবার সচিন তেন্ডুলকরের জন্মদিন, ৫০ বছর পূর্ণ করছেন মাস্টার ব্লাস্টার । শনিবারই ওয়াংখেড়ে স্টেডিয়ামে জন্মদিনের কেক কাটেন সচিন।

/ Updated: Apr 23 2023, 11:32 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আন্তর্জাতিক ক্রিকেটে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন সচিন তেন্ডুলকর। ওডিআই, টেস্টে ১০০টি শতরান আছে। টেস্ট, ওডিআই মিলিয়ে ১৬৪টি অর্ধশতরানও করেছেন। এবার জীবনের ইনিংসেও হাফ সেঞ্চুরি করছেন মাস্টার ব্লাস্টার। সোমবার সচিনের ৫০ বছরের জন্মদিন। ক্রিকেটপ্রেমীদের কাছে এবারের ২৪ এপ্রিল সম্পূর্ণ আলাদা। সচিনের জীবনের হাফ সেঞ্চুরি সবাই বিশেষভাবে পালন করতে চাইছেন। সচিনের জন্মদিনের উৎসব শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ানস-পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন কেক কাটেন কিংবদন্তি। গ্যালারিতে ফের 'সচিন-সচিন' চিৎকার শোনা যায়। রবি শাস্ত্রীকে সচিন বলেন, এটাই মন্থরতম ৫০। তবে এই হাফ সেঞ্চুরিই সবচেয়ে বেশি উপভোগ করেছেন। অনেককিছু শিখেছেন। ২৪ বছর দেশের হয়ে খেলেছেন সচিন। প্রয়াত দিয়েগো মারাদোনার সঙ্গে তাঁর অনেক মিল আছে। মারাদোনা যেমন একাই আর্জেন্টিনাকে জেতাতেন, তেমনই ন'য়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত সচিন একাই ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের ভরসা ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণরা জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সচিনের উপর থেকে ভার কিছুটা কমে। নির্ভরতার প্রতীক সচিন। শারজায় মরুঝড় হোক বা সেঞ্চুরিয়নে শোয়েব আখতারকে শাসন করা, দীর্ঘ কেরিয়ারে বারবার অতিমানবীয় ইনিংস খেলেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর ব্যাটে গুঁড়িয়ে গিয়েছে হেনরি ওলোঙ্গার ঔদ্ধত্য। প্রয়াত শেন ওয়ার্নের দুঃস্বপ্ন হয়ে উঠেছেন সচিন। এক দশক আগে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন। কিন্তু সচিনকে দেখে সেটা বোঝার উপায় নেই। এখনও আগের মতোই ফিট, আগের মতোই সদা হাস্যময় মুখ। শুভ জন্মদিন মাস্টার ব্লাস্টার। সুস্থ থাকুন, সুখে থাকুন।

Read more Articles on