IPL 2023: প্লে-অফে খেলার মতো দল নয় আরসিবি, স্বীকার স্বয়ং অধিনায়কের

এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড়ে শেষ ম্যাচ পর্যন্ত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু গুজরাট টাইটানসের কাছে হেরে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি আরসিবি।

এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। লিগ পর্যায়ে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন। ওপেনিং পার্টনার বিরাট কোহলিও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা গ্লেন ম্যাক্সওয়েলও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু আরসিবি-র বাকি ব্যাটাররা দলকে ভরসা দিতে পারেননি। লিগ পর্যায়ের শেষ ম্যাচে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর ডু প্লেসি বলেছেন, 'আমাদের মরসুম এখানেই শেষ হয়ে গেল। এটা আমার কাছে অত্যন্ত হতাশাজনক। আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে বলতে বাধ্য হব, আমরা আইপিএল-এর সেরা দল না। আমরা সৌভাগ্যবান যে দলের কয়েকজন সারা প্রতিযোগিতাতেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। কিন্তু আমরা দলগতভাবে এবং সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। ১৪-১৫টি ম্যাচ দেখলে বোঝা যাবে, আমাদের প্লে-অফে খেলার যোগ্যতা ছিল না।'

ডু প্লেসি আরও বলেছেন, 'গুজরাট টাইটানসের কাছে হার আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমরা রবিবারের ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অল্পের জন্য হেরে গেলাম। এ বছর ম্যাক্সি (ম্যাক্সওয়েল) যে ফর্মে ছিল, সেটা সত্যিই ইতিবাচক। আমার সঙ্গে বিরাটের জুটিও জমে উঠেছিল। আমরা বোধহয় প্রতিটি ম্যাচেই ৫০-এর বেশি রান যোগ করেছি। আমাদের ধারাবাহিতা চমকপ্রদ। (মহম্মদ) সিরাজও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। ফলে আমাদের দলে অনেক ইতিবাচক দিক আছে। তবে কিছু ক্ষেত্রে আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি।'

Latest Videos

আরসিবি-র প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘আমাদের আইপিএল-এর লিগ পর্যায় থেকেই ছিটকে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ, আমাদের দলের কয়েকজন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের কয়েকটি ম্যাচে কঠিন লড়াই সত্ত্বেও জয় পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা সেই ম্যাচগুলিতে জয় পাইনি। শেষদিকে আমরা কঠিন পরিস্থিতিতে পড়ে যাই। তবে যারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে, তাদের কোনওভাবেই খাটো করা যাবে না।’

এবারের আইপিএল-এ ২টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন বিরাট। ৮টি অর্ধশতরান করেছেন ডু প্লেসি। কিন্তু মিডল অর্ডারের ব্যাটাররা কেউই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তার ফলে বেশিরভাগ ম্যাচেই সমস্যা হয়েছে। তা সত্ত্বেও দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাঙ্গার। তিনি বলেছেন, ‘দল ভালো পারফরম্যান্সই দেখিয়েছে। আমরা লড়াই করেছি। সারা প্রতিযোগিতাতেই আমাদের দল আকর্ষণীয় ক্রিকেট খেলেছে। আমরা টুর্নামেন্টে আর এগোতে পারলাম না, সেই আফশোস রয়েছে।’

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন বিরাটরা

IPL 2023: মঙ্গলবারই চিপকে শেষ ম্যাচ? আইপিএল কোয়ালিফায়ার ১-এ ধোনিকে নিয়ে আবেগ

Mumbai Indians : ৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে দল, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today