WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন বিরাটরা

আইপিএল-এর লিগ পর্যায় শেষ হওয়ার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগেই সিদ্ধান্ত নিয়েছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য আইপিএল-এর লিগ পর্যায় শেষ হলেই ইংল্যান্ডে উড়ে যাবেন প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া দলগুলিতে থাকা ক্রিকেটাররা। সেই সিদ্ধান্ত অনুযায়ীই মঙ্গলবার ভোরে ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুররা। তাঁদের সঙ্গেই যাচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফরা। কলকাতা নাইট রাইডার্সের পেসার উমেশ যাদবও বিরাটদের সঙ্গেই ইংল্যান্ড যাচ্ছেন। কাঁধের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেও, ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড যাচ্ছেন লখনউ সুপার জায়ান্টসের পেসার জয়দেব উনাদকাট। 

এ প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'শুরুতে ৭ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ইংল্যান্ড উড়ে যাচ্ছেন। মঙ্গলবার ভোরে তাঁদের উড়ান। আরও ২-৩টি ভাগে ইংল্যান্ড রওনা হবেন ভারতীয় ক্রিকেটাররা। আমরা যদি কোনও কাউন্টি দলের বিরুদ্ধে ম্যাচ খেলি, তাহলে হয়তো দ্বিতীয় দলের ক্রিকেটারদের খেলানো হবে। জুনিয়র ক্রিকেটারদেরও খেলানো হতে পারে। কারণ, কাউন্টি চ্যাম্পিয়নশিপ চলাকালীন প্রথম দলের খেলোয়াড়দের ছাড়বে না কোনও দল। দুর্বল দলের বিরুদ্ধে খেললে ভালো অনুশীলন হবে না।'

Latest Videos

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে যে ক্রিকেটাররা আছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ খেলেছেন। কিন্তু অস্ট্রেলিয়া দলের মাত্র ৩ জন ক্রিকেটার এবারের আইপিএল-এ খেলেছেন। প্যাট কামিন্সরা এবারের আইপিএল এড়িয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ ছিলেন। তাঁর দাবি, অস্ট্রেলিয়া দল মানসিকভাবে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা অনেক বেশি ম্যাচ খেলছেন। ফলে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। পন্টিং বলেছেন, ‘বিরাট (কোহলি) এখন ভালো খেলছে। ও ধারাবাহিকভাবে রান করছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেশি ম্যাচ খেলেনি। তবে ওরা মানসিকভাবে ভারতীয় দলের চেয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে।’

আইপিএল-এর প্লে-অফে খেলবেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা, চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, মুম্বই ইন্ডিয়ানসের ওপেনার ঈশান কিষাণ, গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল, গুজরাট টাইটানসের পেসার মহম্মদ সামি, চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। তাঁরা প্লে-অফ খেলে ইংল্যান্ড রওনা হবেন। কে এস ভরতও ভারতীয় দলে আছেন। তিনিও দলে যোগ দেবেন।

আরও পড়ুন-

Mumbai Indians : ৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে দল, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস

KKR Vs Mohun Bagan: ইডেন গার্ডেন্সে কোনও দর্শককে বাধা দেওয়া হয়নি, দাবি কেকেআর-এর

IPL 2023: হাঁটুর চোট বিরাট কোহলির, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তায় ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury