ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসতে পারত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু সেই সুযোগ হারাল বিরাট কোহলির দল।
ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লড়াই করেও ২১ রানে হেরে হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘সত্যি বলতে কী, আমরা ওদের হাতে জয় তুলে দিয়েছি। এই ম্যাচে আমাদের হারই প্রাপ্য ছিল। আমরাই ওদের জিতিয়ে দিয়েছি। আমরা একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। এই ম্যাচের দিকে তাকালেই বোঝা যাবে, আমরা কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি। আমরা একাধিক সুযোগ নষ্ট করেছি। তার ফলে ওরা অতিরিক্ত ২৫-৩০ রান করতে পারে। রান তাড়া করতে নেমে আমরা ভালোভাবেই এগোচ্ছিলাম। কিন্তু শেষপর্যন্ত আমরা ফিল্ডারদের হাতেই শট খেলতে থাকি। উইকেট নেওয়ার মতো নয় এমন বলে উইকেট খুইয়ে বসেছি।’
বিরাট আরও বলেছেন, ‘আমরা ওদের যত রান করতে দিয়েছি, তত রানই তুলতে হত। আমরা রান তাড়া করার সময় পরপর উইকেট হারানো সত্ত্বেও জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আর একটি পার্টনারশিপ গড়তে পারলেই জয় পেতাম। আমাদের জয় পাওয়ার জন্য আর একটিমাত্র পার্টনারশিপ দরকার ছিল। আমাদের এভাবে ম্যাচ ছেড়ে দিলে চলবে না। ঠিক সময়ে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। আমরা রান তাড়া করতে নেমে একটি ম্যাচে জয় পেয়েছি এবং একটি ম্যাচ হেরে গিয়েছি। এর ফলেই আমরা স্নায়ুর চাপে ভুগছিলাম। আমাদের অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া দরকার। তাহলেই আমরা এই টুর্নামেন্টের শেষদিকে ভালো জায়গায় থাকতে পারি।’
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০০ রান করে কেকেআর। ২৯ বলে ৫৬ রান করেন ওপেনার জেসন রয়। অপর ওপেনার এঅন জগদীশন করেন ২৭ রান। ভেঙ্কটেশ আইয়ার করেন ৩১ রান। কেকেআর অধিনায়ক নীতীশ রানা ২১ বলে ৪৮ রান করেন। ১০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়াইজি।
রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৭৯ রান করে আরসিবি। ওপেন করতে নেমে লড়াই করেন বিরাট। তিনি ৩৭ বলে ৫৪ রান করেন। মহীপাল লোমরোর করেন ৩৪ রান। দীনেশ কার্তিক করেন ২২ রান। কেকেআর-এর বিরুদ্ধে দুই সাক্ষাৎকারেই স্পিনারদের বল মোকাবিলা করতে পারলেন না আরসিবি ব্যাটাররা। তার ফলেই হারতে হল।
আরও পড়ুন-
IPL 2023: ইডেনের পুনরাবৃত্তি চিন্নাস্বামীতে, আরসিবি-কে হারিয়ে ঘুরে দাঁড়াল কেকেআর
IPL 2023: দলের সবাই ভালো খেললে জয় আসবেই, বললেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা
Sachin Tendulkar: সবসময় মাথা উঁচু করে চলেন, সচিনের জন্মদিনে শুভেচ্ছা যুবরাজের