IPL 2023: শেষ বলে রান আউটের সুযোগ ফস্কাতেই হারতে হল, হতাশ ফাফ ডু প্লেসি

Published : Apr 11, 2023, 01:47 AM ISTUpdated : Apr 11, 2023, 01:55 AM IST
Lucknow Super Giants

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে দিলেও, টানা দু'টি ম্যাচ হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট তালিকায় শেষের দিকে আরসিবি।

২১২ রান করেও হার! হতাশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর তিনি বলেছেন, 'আমি অত্যন্ত হতাশ। ওরা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। শেষ বলে জয়ের জন্য ওদের ১ রান দরকার ছিল। আমরা রান আউটের চেষ্টা করছিলাম। এই উইকেট ৭ থেকে ১৪ ওভার পর্যন্ত একটু মন্থর ছিল। শেষ ৫ ওভারে ব্যাটে দ্রুত বল আসছিল। ফলে সেই সময় শট খেলা সহজ হয়ে যায়। স্টোইনিস ও পুরাণ সব শটই ব্যাটের মাঝখান দিয়ে খেলে। ওরা আমাদের প্রধান বোলারের (হর্ষল প্যটেল) প্রথম ২ ওভারে অনেক রান করে। শেষদিকে বোলিং করা কঠিন হয়ে গিয়েছিল। এরকম ম্যাচে দলকে জেতাতে হলে সেরা পারফরম্যান্স দেখাতে হয়। আমার ইনিংসের বেশিরভাগ সময়ই লড়াই করতে হয়। বিরাট কোহলিকে স্ট্রাইক দিতে পেরেই খুশি হচ্ছিলাম। কখনও কখনও লড়াই করতে হয়। আমি যখন ব্যাটের মাঝখান দিয়ে শট খেলতে শুরু করি, তারপরেই ছন্দ ফিরে পাই।' 

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল বলেছেন, ‘অবিশ্বাস্য জয় পেলাম। এটাই হল চিন্নাস্বামী। একমাত্র মাঠ যেখানে বহু ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ায়। আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে জয় পাওয়া অসাধারণ। শুরুতে বল স্যুইং করছিল। ফলে আমরা শুরুতেই ২-৩টি উইকেট হারায়। ওরা আমাদের চাপে ফেলে দেয়। আমাদের লোয়ার অর্ডার দুর্দান্ত ব্যাটিং করল বলেই আমরা এই ম্যাচে ২ পয়েন্ট পেলাম। মার্কাস (স্টোইনিস), নিকির (নিকোলাস পুরাণ) শক্তির উপর আমাদের আস্থা আছে। আয়ূষও (বাদোনি) ভালো পারফরম্যান্স দেখাল। ও গত মরসুমেও এরকম ২-৩টি ইনিংস খেলেছিল। ও এবারও ভালো খেলছে।’

স্টোইনিস বলেছেন, ‘দুর্দান্ত পিচে খেলা হল। আমি যে পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমেছিলাম তাতে জানতাম আক্রমণাত্মক হতে হবে। তবে একইসঙ্গে আমি জানতাম, সেটা ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ছিল। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমাদের দল বেশিদিন আইপিএল-এ খেলছে না। আমরা এই মরসুমে এর আগে কোনও অ্যাওয়ে ম্যাচে জয় পাইনি। সেই কারণে এই জয় গুরুত্বপূর্ণ। আমাদের দল তৈরি হচ্ছে। ২১২ রান তাড়া করে জয় পাওয়া সম্ভব, এই বিশ্বাস আমাদের ছিল। আমাদের পরিকল্পনা ছিল, ইনিংসের শুরুটা ভালো করতে হবে। তারপর জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুন-

IPL 2023: শেষ বলে জয়, আরসিবি-কে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে লখনউ

IPL 2023: ১৯ বলে ৬২! আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান নিকোলাস পুরাণের

IPL 2023: লক্ষ্য প্রথম জয়, মঙ্গলবার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ানস

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দলে নেই বুমরা-অক্ষর, তৃতীয় টি-২০ ম্যাচে প্রথমে ফিল্ডিং ভারতের