সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত যে দু'টি দল পয়েন্ট পায়নি তারা হল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ানস। মঙ্গলবার পরস্পরের মোকাবিলা করতে চলেছে এই দুই দল।

এবারের আইপিএল-এ ৩ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। একটি ম্যাচ কম খেলেছে মুম্বই ইন্ডিয়ানস। তবে রোহিত শর্মার দলও এখনও পয়েন্ট পায়নি। ফলে দিল্লি ও মুম্বই একই জায়গায় দাঁড়িয়ে। বাকি ৮টি দলই পয়েন্ট পেয়েছে। ফলে আইপিএল-এর শুরুতেই পিছিয়ে পড়েছে দিল্লি ও মুম্বই। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে এই দুই দলের লড়াই। ফলে কোনও একটি দল পয়েন্ট পেতে চলেছে। তবে দু'দলই নানা সমস্যায় জর্জরিত। ফলে মঙ্গলবারের ম্যাচের আগে কোনও শিবিরই স্বস্তিতে নেই। দলের অনেককিছুই ঠিক করতে হবে। না হলে সাফল্য পাওয়া যাবে না। সেই কারণেই রোহিতের মতো চিন্তিত দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং, ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন সৌরভ গঙ্গোপাধ্যায়ও চিন্তিত।

দিল্লির ওপেনার পৃথ্বী শ ৩ ম্যাচেই ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন। তাঁর প্রতি ভরসা ছিল সৌরভ-পন্টিংয়ের। কিন্তু এখনও পর্যন্ত হতাশ করেছেন পৃথ্বী। ফাস্ট বোলারদের বোলিং সামাল দিতে পারছেন না এই ব্যাটার। পেস, বাউন্স, স্যুইংয়ের মোকাবিলা করতে ব্যর্থ পৃথ্বী। ওয়ার্নার অবশ্য লড়াই করছেন। কিন্তু তিনি আবার দ্রুত রান করতে পারছেন না। অভিজ্ঞ ব্যাটার মণীশ পাণ্ডেও রান পাচ্ছেন না। ফলে ব্যাটিং বিভাগ নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে দিল্লি। বিয়ের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে দিল্লির সমস্যা বেড়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগের সমস্যাও মেটাতে হবে ওয়ার্নারকে। জয় পেতে হলে দিল্লির ৩ পেসার অ্যানরিক নর্খিয়ে, মুকেশ কুমার ও খলিল আহমেদকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে প্রচুর রান দিচ্ছেন অক্ষর প্যাটেল। এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় দল।

মুম্বইয়ের ওপেনার রোহিত ও ঈশান কিষাণ এখনও পর্যন্ত বলার মতো কোনও ইনিংস খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেন বিপুল দর দিয়ে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ানস, সেটা এখনও পর্যন্ত বোধগম্য হচ্ছে না। ব্যাটিং বা বোলিংয়ে ভালো কিছু করতে পারেননি গ্রিন। টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদবও রান পাচ্ছেন না। প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংসে খেললেও, দ্বিতীয় ম্যাচে বড় রান পাননি তিলক ভার্মা। চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর রোহিত বলেছিলেন, সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার তাঁদের পরীক্ষা।

আরও পড়ুন-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এনসিএ-তে দ্রাবিড়

IPL 2023: জাতীয় দল থেকে সাময়িক বিরতি, কেকেআর শিবিরে যোগ দিলেন লিটন দাস

IPL 2023: পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের