IPL 2023: ৯ ম্যাচ বাকি, সবকটিই জিততে পারি, পৃথ্বী শ-দের ভোকাল টনিক সৌরভের

Published : Apr 17, 2023, 09:29 PM ISTUpdated : Apr 17, 2023, 09:39 PM IST
Delhi Capitals

সংক্ষিপ্ত

চলতি আইপিএল-এ সবচেয়ে খারাপ পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের। ক্রিকেটারদের পাশাপাশি সমালোচনার মুখে কোচ রিকি পন্টিং, ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

আইপিএল-এ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে পরপর ৫ ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়া দিল্লি ক্যাপিটালস। ক্রিকেটার হিসেবে কেকেআর-এ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং। এখন দিল্লির প্রধান কোচ পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমেই তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া। এবারের আইপিএল-এ একমাত্র দল হিসেবে এখনও পয়েন্ট পায়নি দিল্লি। ক্রিকেটারদের মনোবল তলানিতে। ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ-দের মনোবল বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সৌরভ। তিনি ফুটবলপ্রেমী। প্রয়াত প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় যেভাবে ম্যাচের আগে ফুটবলারদের চাঙ্গা করতেন, সেভাবে দিল্লির ক্রিকেটারদের উজ্জীবিত করার চেষ্টা করছেন সৌরভ।

দলের সদস্যদের উদ্দেশ্যে সৌরভ বলেছেন, ‘আমরা এতদিন যেভাবে খেলে এসেছি সেটা ভুলে যেতে হবে। অধিনায়কের পাশে দাঁড়াতে হবে আমাদের। একে অপরের পাশে দাঁড়াতে হবে আমাদের।পরের ম্যাচে আমরা তরতাজা হয়ে খেলতে নামব। আমাদের এর চেয়ে আর খারাপ কিছু হতে পারে না। আমরা এই পরিস্থিতি থেকে শুধু উন্নতিই করতে পারি। এখনও আমাদের ৯টি ম্যাচ বাকি। আমরা সবকটি ম্যাচেই জয় পেতে পারি।’

সৌরভ আরও বলেছেন, 'আমরা প্লে-অফের যোগ্যতা অর্জন করি বা না করি তাতে কিছু যায়-আসে না। এই পর্যায়ে এসে আমরা আর প্লে-অফ নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে। আমাদের নিজেদের জন্য খেলতে হবে। আমাদের আত্মসম্মানের জন্য খেলতে হবে। তারপর দেখা যাক আমরা প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারি কি না। এই মুহূর্তে মাঠে যা হচ্ছে তার চেয়ে আমাদের দল অনেক ভালো। আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য একটি ম্যাচ দরকার। আমরা সেটা করতে পারব। ডেভিডের পাশে থাকতে হবে আমাদের। ও আমাদের দলের অধিনায়ক। ও আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।'

গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছে দিল্লি। সেই ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নেমে আরসিবি-কে ১৭৪ রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হন কুলদীপ যাদব, মিচেল মার্শরা। কিন্তু তারপরেও জয় পায়নি দিল্লি। মণীশ পাণ্ডে ছাড়া আর কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। চোটের জন্য ঋষভ পন্থ এবারের আইপিএল-এ খেলতে না পারায় দিল্লির ব্যাটিং বিভাগের শক্তি অনেকটাই কমে গিয়েছে। ওয়ার্নার ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু তাঁর পক্ষে দলের বাকিদের উজ্জীবিত করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় দায়িত্ব নিচ্ছেন সৌরভ

আরও পড়ুন-

IPL 2023: মঙ্গলবার লড়াই হায়দরাবাদের বিরুদ্ধে, কেকেআর-কে হারিয়ে আত্মবিশ্বাসী মুম্বই

Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক

IPL 2023: এখন কিছু বললে কোচ চাপে পড়ে যাবেন, অবসরের প্রশ্নে জবাব ধোনির

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন না ঈশান কিষান?
টি-২০ বিশ্বকাপের দল থেকে কেন বাদ শুবমান গিল? ব্যাখ্যা প্রধান নির্বাচক অজিত আগরকরের