সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এর শুরুটা ভালো না হলেও, ধীরে ধীরে ফর্মে ফিরছে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার এই দুই দলের লড়াই।
আইপিএল-এ অভিষেক ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অর্জুন তেন্ডুলকর। ফর্মে ফিরেছেন টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। ভালো ফর্মে অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার ঈশান কিষাণ, মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা, টিম ডেভিডও। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ানস শিবির। দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যেই খেলতে নামছে রোহিত শর্মার দল। অ্যাওয়ে ম্যাচ হলেও, টানা তৃতীয় জয় পাওয়াই মুম্বইয়ের লক্ষ্য। সূর্যকুমার, রিলি মেরেডিথ, পীযূষ চাওলাদের ফর্ম মুম্বইকে ভরসা দিচ্ছে। কেকেআর-এর বিরুদ্ধে জয় দলের চেহারাই বদলে দিয়েছে। ফলে মঙ্গলবারও জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিতরা। নতুন করে কেউ চোট পাননি। ফলে দল নিয়ে চিন্তা নেই রোহিতের।
ঘরের মাঠে অবশ্য হায়দরাবাদও জয়ের লক্ষ্যেই খেলতে নামছে। এইডেন মার্করামরাও মুম্বইয়ের মতোই আইপিএল-এর শুরুতে পরপর ম্যাচ হেরে যান। কিন্তু পরপর ২ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে হায়দরাবাদ। ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন হ্যারি ব্রুক, অভিষেক ত্রিপাঠি। কেকেআর-এর বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রান করেন ব্রুক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৮ বলে ৭৪ রান করেন ত্রিপাঠি। মার্করামও ফর্মে ফিরেছেন। গত ২ ম্যাচে তিনি যথাক্রমে ৫০ ও ৩৭ রান করেন। ওপেনার ময়ঙ্ক আগরওয়াল এখনও ফর্ম ফিরে পাননি। ফলে টপ অর্ডার নিয়ে কিছুটা চিন্তা রয়ে গিয়েছে হায়দরাবাদের। বোলিং বিভাগ নিয়ে অবশ্য খুব একটা চিন্তা নেই। ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক মার্কণ্ডে, উমরান মালিক, মার্কো জ্যানসেন ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। মঙ্গলবার জ্যানসেন ভাইদের লড়াই দেখা যাবে। মুম্বইয়ে ডুয়ান আর হায়দরাবাদে মার্কো।
মঙ্গলবারও যদি খেলার সুযোগ পান, তাহলে ফের নজরে থাকবেন অর্জুন। প্রথম ম্যাচে এই বাঁ হাতি পেসারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সবাই। সচিন তেন্ডুলকরও সোশ্যাল মিডিয়া পোস্টে ছেলের প্রশংসা করেছেন। ফলে প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার ভার বহন করতে হবে অর্জুনকে।
এবারের আইপিএল-এ মুম্বইয়ের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন তিলক। এই বাঁ হাতি ব্যাটার হায়দরাবাদের ছেলে। মঙ্গলবার ঘরের মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি তিলক। হায়দরাবাদে বরাবরই ভালো পারফরম্যান্স দেখান রোহিত। ফলে মঙ্গলবারও দলকে ভরসা দেওয়ার চেষ্টা করবেন মুম্বইয়ের অধিনায়ক। মুম্বই ও হায়দরাবাদ, দু'দলই পয়েন্ট তালিকায় শেষের দিকে আছে। ফলে এখন পরপর ম্যাচ জিতে এগিয়ে যাওয়াই দু'দলের লক্ষ্য।
আরও পড়ুন-
Hardik Pandya : ছেলে অগস্ত্যর সঙ্গে মজার খেলায় গুজরাট টাইটানসের অধিনায়ক
IPL 2023: এখন কিছু বললে কোচ চাপে পড়ে যাবেন, অবসরের প্রশ্নে জবাব ধোনির
IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মত সুনীল গাভাসকরের