IPL 2023: এখন কিছু বললে কোচ চাপে পড়ে যাবেন, অবসরের প্রশ্নে জবাব ধোনির

এবারের আইপিএল-ই কি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ প্রতিযোগিতা? আইপিএল শুরু হওয়ার আগে থেকেই জল্পনা শুরু হয়েছে। ধোনির চোট জল্পনা বাড়িয়েছে।

এবারের আইপিএল-এর পরেই কি অবসর নিচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি? একটি অনুষ্ঠানে তাঁকে সামনে পেয়ে সরাসরি এই প্রশ্ন করলেন এক ক্রিকেটপ্রেমী। ধোনির জবাব, 'এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় আছে। এখন আমাদের অনেকগুলি ম্যাচ বাকি। আমি যদি এখন কোনও কথা বলি, তাহলে কোচ চাপে পড়ে যাবেন।' ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়া, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া-সহ যাবতীয় সিদ্ধান্তই আচমকা নিয়েছেন ধোনি। ফলে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্তও তিনি হঠাৎই নিতে পারেন বলেই ধারণা ঘনিষ্ঠদের। তবে এটাই আইপিএল-এ ধোনির শেষ মরসুম না তাঁকে আরও একটি বা দু'টি মরসুম আইপিএল-এ খেলতে দেখা যাবে, সেটা নিয়ে জল্পনা চলছে।

ধোনির এখন বয়স ৪১ বছর। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, হাঁটুর চোট নিয়েই খেলছেন অধিনায়ক। চোট থাকলেও ধোনির ব্যাটিং দেখে অবশ্য সেটা বোঝা যাচ্ছে না। প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন সিএসকে অধিনায়ক। কিন্তু প্রায় ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না ধোনি। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমি ফাইনালই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর থেকে শুধু আইপিএল-এ খেলছেন এই তারকা। ফলে তাঁর খেলার খিদে কতটা আছে, সেটা নিয়ে অনেকেই সন্দিহান। চোট থাকলেও ধোনির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। ফিটনেসে যে কোনও তরুণকে টেক্কা দিতে পারেন সিএসকে অধিনায়ক। ফলে তিনি যতদিন চাইবেন সিএসকে-র হয়ে খেলবেন। খেলা ছাড়ার সিদ্ধান্ত ধোনিই নেবেন।

Latest Videos

আইপিএল-এ গত ২ মরসুমে ব্যাট হাতে সাফল্য পাননি ধোনি। তবে এবার প্রতিটি ম্যাচেই যতটুকু সময় ব্যাটিং করছেন দলকে ভরসা দিচ্ছেন ধোনি। তাঁর ব্যাটিংয়ের পুরনো ঝলক দেখা যাচ্ছে। অনায়াসে বাউন্ডারি, ওভার-বাউন্ডাৈরি মারছেন সিএসকে অধিনায়ক। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও ধোনির ঝোড়়ো ইনিংস দেখার অপেক্ষায় সিএসকে সমর্থকরা। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত লড়াই করেন ধোনি ও রবীন্দ্র জাদেজা। কিন্তু সেই ম্যাচে ৩ রানে হেরে যায় সিএসকে। চলতি আইপিএল-এ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে সিএসকে। পয়েন্ট তালিকায় উপরের দিকে যেতে হলে সোমবারের ম্যাচ জিততেই হবে। তবে ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই নামবেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিরা। ফলে ধোনিদের জয় সহজ হবে না।

আরও পড়ুন-

IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মত সুনীল গাভাসকরের

রঞ্জি ট্রফি জয়ী দল পাবে ৫ কোটি টাকা, ঘরোয়া ক্রিকেটে পুরস্কারমূল্য বাড়ানোর ঘোষণা

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today