IPL 2023: পাঞ্জাব কিংসকে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় সানরাইজার্স হায়দরাবাদের

Published : Apr 09, 2023, 11:12 PM ISTUpdated : Apr 09, 2023, 11:40 PM IST
Aiden Markram

সংক্ষিপ্ত

এবারের আইপিএল যত গড়াচ্ছে ততই বিভিন্ন দলের সেরা পারফরম্যান্স দেখা যাচ্ছে। এখনও অনেক ম্যাচ বাকি। ফলে অনেক উত্থান-পতন বাকি আছে। কোনও দল সম্পর্কেই শেষ কথা বলা যাচ্ছে না।

পাঞ্জাব কিংসকে সহজেই ৮ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের আগে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল এইডেন মার্করামের দল। তবে রবিবার ঘুরে দাঁড়াল হায়দরাবাদ। পাঞ্জাবের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান অধিনায়ক শিখর ধাওয়ান। এই অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটার ৬৬ বলে ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। স্যাম কারান করেন ২২ রান। পাঞ্জাবের আর কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। ধাওয়ান কার্যত একা লড়াই করেন। কিন্তু অসামান্য লড়াই করেও তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হল না। পাঞ্জাব ৯ উইকেটে ১৪৩ রান করে। ১৭.১ ওভারেই সেই রান টপকে যায় হায়দরাবাদ। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন রাহুল ত্রিপাঠি। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৩৭ রান করে অপরাজিত থাকেন মার্করাম।

রবিবারের এই ম্যাচে টসে জিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মার্করাম। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন ভুবনেশ্বর কুমার ময়ঙ্ক মার্কণ্ডেরা। ম্যাচের প্রথম বলেই পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিংকে (০) বোল্ড করে দেন ভুবনেশ্বর। পরের ওভারেই ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ম্যাথু শর্টকে (১) এলবিডব্লু করে দেন মার্কো জ্যানসেন। চতুর্থ ওভারে তাঁর দ্বিতীয় শিকার হন জিতেশ শর্মা (৪)। এরপর কিছুটা লড়াই করেন কারান ও ধাওয়ান। তাঁদের জুটিতে ৪১ রান যোগ হয়। কারানকে আউট করে দেন মার্কণ্ডে। এরপর সিকন্দর রাজাকে (৫) আউট করে দেন উমরান মালিক। শাহরুখ খানকেও (৪) আউট করে দেন মার্কণ্ডে। তিনি রাহুল চাহার (০) ও নাথান এলিসকেও (০) আউট করে দেন। হরপ্রীত ব্রারকে (০) আউট করে দেন উমরান।

রান তাড়া করতে নেমে হায়দরাবাদের তেমন কোনও সমস্যা হয়নি। ওপেনার হ্যারি ব্রুক করেন ১৩ রান। অপর ওপেনার ময়ঙ্ক আগরওয়াল করেন ২১ রান। বাকি কাজটা শেষ করে দেন ত্রিপাঠি ও মার্করাম।

১৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়া মার্কণ্ডে বলেছেন, ‘খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। ইনিংসের মাঝের ওভারে উইকেট নেওয়াই আমার দায়িত্ব ছিল। আমি ধীরগতিতে বল করি। সৌভাগ্যবশত উইকেট পেয়েছি। ইমপ্যাক্ট প্লেয়ার রুল চালু হওয়ার পর সবাইকেই তৈরি থাকতে হয়। আমিও তৈরি ছিলাম।’

আরও পড়ুন-

শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫ ছক্কা, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল কেকেআর

IPL 2023: আইপিএল-এর ইতিহাসে শেষ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড কেকেআর-এর

IPL 2023: ফের হ্যামস্ট্রিংয়ে চোট, কয়েকটি ম্যাচ মাঠের বাইরে দীপক চাহার

PREV
click me!

Recommended Stories

IND vs SA 4th T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে বাদ শুভমান গিল? দলে আসতে পারে তিনটি পরিবর্তন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: অভিজ্ঞানের অপরাজিত দ্বিশতরান, মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারত