IPL 2023: আইপিএল-এর ইতিহাসে শেষ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড কেকেআর-এর

Published : Apr 09, 2023, 08:26 PM ISTUpdated : Apr 09, 2023, 08:49 PM IST
Rinku Singh, KKR, Kolkata Knight Riders, IPL 2022

সংক্ষিপ্ত

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজত্ব করল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটানসের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল কেকেআর। জয়ের নায়ক রিঙ্কু সিং।

২১ বলে অপরাজিত ৪৮ রান। ১টি বাউন্ডারি, ৬টি ওভার-বাউন্ডারি। এর মধ্যে শেষ ওভারের পরপর ৫টি ওভার-বাউন্ডারি। সংক্ষেপে এটাই রবিবার কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটানস ম্যাচে রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের পরিসংখ্যান। শেষ ওভারে জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ২৯ রান। প্রচণ্ড চাপের মধ্যে ব্যাটিং করতে হচ্ছিল। কিন্তু রিঙ্কুর ব্যাটিং দেখে মনেই হল না চাপে ছিলেন। শেষ ওভারে গুজরাটের হয়ে বল করতে যান যশ দয়াল। প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। এরপরেই শুরু হয় রিঙ্কুর ধামাকা। তাঁর ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে গুজরাট। এটাই আইপিএল-এর ইতিহাসে শেষ ওভারে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৬ সালে বিশাখাপত্তনমে পাঞ্জাবে কিংসের বিরুদ্ধে শেষ ওভারে ২৩ রান করে জয় ছিনিয়ে নিয়েছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। ২০২২-এর আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ওভারে ২২ রান করে জয় পায় গুজরাট টাইটানস। এবারের ঘরের মাঠেই শেষ ওভারে সবচেয়ে বেশি রান দিয়ে হেরে গেল আইপিএল চ্যাম্পিয়ন দল।

আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত ৫ জন ব্যাটার এক ওভারে ৫টি ওভার-বাউন্ডারি মেরেছেন। ২০১২ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে রাহুল শর্মার ওভারে এই নজির গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ক্রিস গেইল। ২০২০ সালে পাঞ্জাব কিংসের শেলডন কট্রেলের ওভারে ৫টি ওভার-বাউন্ডারি মারেন রাজস্থান রয়্যালসের রাহুল তেওয়াটিয়া। ২০২১ সালের আইপিএল-এ আরসিবি-র হর্ষল প্যাটেলের ওভারে একই নজির গড়েন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা। ২০২২-এর আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের পেসার শিবম মাভির ওভারে ৫টি ওভার-বাউন্ডারি মারেন লখনউ সুপার জায়ান্টসের মার্কাস স্টোইনিস ও জেসন হোল্ডার। রবিবার এই নজির গড়লেন রিঙ্কু।

আইপিএল-এর ইতিহাসে কোনও একটি ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জাডজনক রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের বাসিল থাম্পির। ২০১৮ সালের আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে ৭০ রান দেন তিনি। রবিবার ৬৯ রান দিয়ে দ্বিতীয় স্থানে থাকলেন দয়াল। এই তালিকায় তৃতীয় স্থানে ইশান্ত শর্মা। ২০১৩ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৬ রান দেন এই পেসার। ২০১৯ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৬ রান দেন কিংস ইলেভেন পাঞ্জাবের মুজিব-উর-রহমান। ২০১৩ সালের আইপিএল-এ আরসিবি-র বিরুদ্ধে ৬৫ রান দেন দিল্লি ডেয়ারডেভিলসের পেসার উমেশ যাদব।

আরও পড়ুন-

শেষ ওভারে পরপর ৫ ছক্কা রিঙ্কু সিংয়ের, জয় ছিনিয়ে নিল কেকেআর

ফের হ্যামস্ট্রিংয়ে চোট, কয়েকটি ম্যাচ মাঠের বাইরে দীপক চাহার

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

PREV
click me!

Recommended Stories

IND vs SA 4th T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে বাদ শুভমান গিল? দলে আসতে পারে তিনটি পরিবর্তন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: অভিজ্ঞানের অপরাজিত দ্বিশতরান, মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারত