IPL 2023: শেষ ওভারে পরপর ৫ ছক্কা রিঙ্কু সিংয়ের, জয় ছিনিয়ে নিল কেকেআর

Published : Apr 09, 2023, 07:24 PM ISTUpdated : Apr 09, 2023, 07:43 PM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

টি-২০ ফর্ম্যাটে কোন দল ম্যাচ জিতবে সেটা আগাম বলা যায় না। সেই কারণে ধারাবাহিকতা দেখানো জরুরি। ভালো জায়গায় থাকতে হলে ধারাবাহিকতা দেখাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।

পরতে পরতে উত্তেজনা, ঘন ঘন ম্যাচের রং বদল। রবিবার দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানসের ম্যাচে অসাধারণ লড়াই হল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৪ রান করার পরেও ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের অসাধারণ ইনিসের সুবাদে হারতে হল গুজরাট টাইটানসকে। ১৭-তম ওভারে হ্যাটট্রিক করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাটের নেতৃত্বের দায়িত্ব পাওয়া রশিদ খান। ভেঙ্কটেশ যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল কেকেআর বড় টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নেবে। কিন্তু কেকেআর-এর এই ব্যাটার আউট হয়ে যাওয়ার পরেই ম্যাচ চলে যায় গুজরাটের পক্ষে। শেষ ওভারে জয়ের জন্য কেকেআর-এর দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। এরপর টানা ৪টি ওভার-বাউন্ডারি মারেন রিঙ্কু সিং। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। ফের ওভার-বাউন্ডারি মেরে কেকেআর-কে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রশিদ। ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। ঋদ্ধিমান ১৭ রান করেন। শুবমান করেন ৩৯ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সাই সুদর্শন করেন ৫৩ রান। ১৪ রান করেন অভিনব মনোহর। ২৪ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন বিজয় শঙ্কর। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। কেকেআর-এর হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন সুনীল নারিন। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন সূযশ শর্মা।

রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ওপেনার রহমানউল্লা গুরবাজের (১৫) উইকেট হারায় কেকেআর। ৬ রান করেন এন জগদীশন। ৪০ বলে ৮৩ রানের অসামান্য ইনিংস খেলেন ভেঙ্কটেশ। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। কেকেআর অধিনায়ক নীতীশ ২৯ বলে ৪৫ রান করেন। ২ বলে ১ রান করে আউট হয়ে যান আন্দ্রে রাসেল। পরের বলেই আউট হয়ে যান নারিন (০)। পরের বলে শার্দুল ঠাকুরকে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রশিদ। কিন্তু তারপরেও যে ম্যাচের রং বদলে যাবে, সেটা বোধহয় কেউই ভাবতে পারেননি। ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থেকে কেকেআর-কে জিতিয়ে মাঠ ছাড়েন রিঙ্কু। তিনি ৬টি ওভার-বাউন্ডারি মারেন।

আরও পড়ুন-

ফের হ্যামস্ট্রিংয়ে চোট, কয়েকটি ম্যাচ মাঠের বাইরে দীপক চাহার

সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে, দ্বিতীয় হারের পর বার্তা রোহিতের

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর