ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তাঁর সঙ্গে আফগানিস্তানের অখ্যাত ক্রিকেটার নবীন-উল-হকের তুলনাই চলে না।
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিরাট কোহলি শুরুতেই আউট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আমের ছবি পোস্ট করেন লখনউ সুপার জায়ান্টসের নবীন-উল-হক। মুম্বই ইন্ডিয়ানসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যাওয়ার পর বিরাটকে কটাক্ষ করেন আফগানিস্তানের ক্রিকেটর নবীন। বুধবার নাম না করে জবাব দিলেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন আরসিবি তারকা। সেই ছবিতে দেখা যাচ্ছে, আলোর নীচে একটি প্লাস্টিকের চেয়ারে বসে আছেন বিরাট। এই ছবি দেখে তাঁকে চেনা কঠিন। এই ছবির সঙ্গে বিরাট লিখেছেন, 'প্রতিযোগিতা সবটাই মাথায়। বাস্তবে লড়াইটা সবসময় নিজের সঙ্গে।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের এই পোস্ট। অসংখ্য ক্রিকেটপ্রেমী বিরাটের পাশে দাঁড়িয়েছেন। অনেকেই ভারতীয় ক্রিকেটের তারকাকে আফগানিস্তানের একজন ক্রিকেটারের ব্যঙ্গ করার নিন্দা করছেন।
লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষ হওয়ার পর নবীনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরাট। লখনউয়ের ইনিংসের ১৭-তম ওভারে প্রথমবার বিরাট ও নবীনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর ম্যাচ শেষ হওয়ার পর দু'দলের ক্রিকেটাররা যখন সৌজন্য বিনিময় করছিলেন, তখন ফের নবীনের সঙ্গে বচসায় জড়ান বিরাট। তাঁর সঙ্গে লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরেরও বাদানুবাদ হয়। এই ঘটনার জেরে বিরাট, গম্ভীর ও নবীনের জরিমানা হয়। কিন্তু তারপরেও বিরাটকে কটাক্ষ করছেন নবীন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে, আরসিবি-র বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসের জয়ে খুশি গম্ভীর। যদিও সেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ক্রিকেটার হিসেবে বিরাটের সঙ্গে নবীনের কোনও তুলনাই হয় না। আইপিএল-এ সবচেয়ে বেশি রানের রেকর্ড আরসিবি তারকার দখলে। আরও অনেক রেকর্ডই গড়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স দুর্দান্ত। মোট শতরানের হিসেবে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরেই বিরাট। ফলে নবীনের মতো একজন অখ্যাত ক্রিকেটার বিরাটকে ব্যঙ্গ করবেন, এটা অনেকেই মানতে পারছেন না। এই আফগান ক্রিকেটারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরাটের অনুরাগীরা। তাঁদের মতে, দু'বার বিশ্বকাপ জেতা গম্ভীরের সঙ্গে বিরাটের তুলনা চলতে পারে। কলকাতা নাইট রাইডার্সকে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন করা গম্ভীরের কিছু বলা মানায়। কিন্তু বিরাটকে আক্রমণ করার যোগ্যতা এখনও অর্জন করতে পারেননি নবীন। তাঁকে এখনও আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ অনেক সাফল্য পেতে হবে। তারপর বিরাটকে কিছু বলার অধিকার পাবেন।
আরও পড়ুন-
IPL 2023: প্লে-অফের দৌড়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য, লাস্ট বয় দিল্লির বিরুদ্ধে সতর্ক সিএসকে
2023 Cricket World Cup: ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপ
IPL 2023: অস্ত্রোপচার সফল, দ্রুত মাঠে ফিরতে বদ্ধপরিকর কে এল রাহুল