IPL 2023: অস্ত্রোপচার সফল, দ্রুত মাঠে ফিরতে বদ্ধপরিকর কে এল রাহুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন না। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে মরিয়া কে এল রাহুল। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি।

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন। সেই চোটের জন্যই অস্ত্রোপচার করাতে হল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলকে। অস্ত্রোপচার সফল হয়েছে। এবার দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে চাইছেন রাহুল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লিখেছেন, 'আমার অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচার সফল হয়েছে। আমি যাতে স্বস্তিবোধ করি, সেটা নিশ্চিত করেছেন চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা। সবকিছুভালোভাবেই হয়েছে। এবার আমি সরকারিভাবে সুস্থ হয়ে ওঠার পথে। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে মাঠে ফিরতে চাইছি।' অস্ত্রোপচারের খবর জানার পর থেকেই ক্রিকেটপ্রেমীরা রাহুলকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিসিসিআই ও লখনউ সুপার জায়ান্টসের কর্তারাও রাহুলের চিকিৎসার উপর নজর রেখেছেন। সবাই চাইছেন দ্রুত মাঠে ফিরুন এই ক্রিকেটার।

 

Latest Videos

 

চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। তাঁর পরিবর্তে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে নেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ানসের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে। অজিঙ্কা রাহানে ভালো ফর্মে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের না থাকা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। তবে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে রাহুলকে দরকার। এই অভিজ্ঞ ব্যাটার সে কথা জানেন। বিশ্বকাপ খেলতে মরিয়া রাহুল। সেই কারণেই চোট পাওয়ার পর কোনওরকম ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচার করিয়ে নিলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসির খেলা একটি কভার ড্রাইভ বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল। সেই বল ধরতে বাউন্ডারি লাইন পর্যন্ত ছুটে যান রাহুল। তখনই বিপত্তি ঘটে। উরুতে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন রাহুল। উদ্বিগ্ন হয়ে ছুটে যান সতীর্থ ক্রিকেটার ও মেডিক্যাল স্টাফরা। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনই অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, চলতি আইপিএল-এ হয়তো আর খেলতে পারবেন না রাহুল। সেই আশঙ্কাই সত্যি হল। শুধু আইপিএল-এই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গেলেন রাহুল। তাঁর চোটে যেমন সমস্যায় পড়েছে লখনউ সুপার জায়ান্টস, তেমনই ভারতীয় দলও উদ্বিগ্ন। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এরপর অক্টোবরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে যাতে রাহুল ফিট হয়ে ওঠেন, সেটা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই মেডিক্যাল টিম। ঋষভ পন্থ ওডিআই বিশ্বকাপেও খেলতে পারবেন না। জসপ্রীত বুমরা অনিশ্চিত। শ্রেয়াস আইয়ারেরও চোট রয়েছে। এই পরিস্থিতিতে রাহুলের চোট নিয়ে সতর্ক বিসিসিআই।

আরও পড়ুন-

IPL 2023: সূর্যর তেজে ছারখার আরসিবি, পয়েন্ট তালিকায় ৩ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস

IPL 2023: আলাদা কিছু করিনি, নিজের খেলাই খেলেছি, বললেন সূর্যকুমার যাদব

IPL 2023: সূর্যকুমার যেদিন মেজাজে থাকে ওকে থামানো কঠিন, মন্তব্য ডু প্লেসির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?