IPL 2024: ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল-এর নিলাম, তৈরি হচ্ছে ১০টি ফ্র্যাঞ্চাইজি

ওডিআই বিশ্বকাপের মধ্যেই আগামী মরসুমের আইপিএল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই হতে চলেছে আইপিএল-এর নিলাম। তবে দেশের মাটিতে নয়, বিদেশে হবে নিলাম।

আইপিএল-এর ইতিহাসে প্রথমবার নিলাম হতে চলেছে বিদেশের মাটিতে। ১৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে হতে পারে আইপিএল-এর নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখবে এবং কাদের ছেড়ে দেবে, ১৫ নভেম্বরের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে। ডিসেম্বরের শুরুতেই নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা তৈরি হয়ে যাবে। তারপর হবে নিলাম। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আইপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে বিভিন্ন দেশের ক্রিকেটাররা ২০২৪ সালের আইপিএল-এ খেলার বিষয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে কত অর্থ থাকবে?

Latest Videos

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের আইপিএল-এর প্রস্তুতির জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০০ কোটি টাকা করে পাবে। গত মরসুমের আইপিএল-এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য ৯৫ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছিল। এবার ৫ কোটি টাকা করে বৃদ্ধি করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি যে ক্রিকেটারদের ছেড়ে দেবে তাঁদের দর এবং ২০২৩ সালের আইপিএল-এর নিলামে যত অর্থ বেঁচে গিয়েছিল, তার ভিত্তিতেই এবারের আইপিএল-এর নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির খরচের মাত্রা ঠিক করা হবে।

আইপিএল-এ ফিরতে পারেন মিচেল স্টার্ক

২০২৩ সালের আইপিএল-এর নিলামে ১৮.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের স্যাম কারানকে দলে নেয় পাঞ্জাব কিংস। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হন কারান। এবারের নিলামে কে সবচেয়ে বেশি দর পাবেন, সেটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ৮ বছর আইপিএল-এ না খেললেও, আগামী মরসুমে খেলতে চান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তিনি নিজেই সে কথা জানিয়েছেন। ২০২৩ সালের আইপিএল-এ খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ২০২৪ সালের আইপিএল-এ খেলতে পারেন। ট্রেভিস হেড, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, জেরাল্ড কোটজির মতো ক্রিকেটারদেরও নিলামে দেখা যেতে পারে।

ফের আইপিএল-এ খেলবেন মহেন্দ্র সিং ধোনি

২০২৩ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করার পর হাঁটু অস্ত্রোপচার করান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি হাঁটুর চোট নিয়েই আইপিএল-এ খেলেছিলেন। তবে এখন ফিট হয়ে উঠেছেন সিএসকে অধিনায়ক। ফলে ২০২৪ সালের আইপিএল-এও তিনি খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। তাঁকে ছাড়তে চাইছে না সিএসকে। গত মরসুমে অবসর নিয়ে জল্পনা চলছিল। তবে অবসর নেননি ধোনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

Team India: বিশ্বকাপের পর দ্রাবিড়ের চুক্তি শেষ, নতুন কোচ হতে পারেন প্রাক্তন সতীর্থ

Eden Gardens: শনিবার বিশ্বকাপের বোধন, তার আগেই ইডেন গার্ডেন্সে দুর্ঘটনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar