আইপিএল-এর সঙ্গে সরাসরি টক্কর, দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে হবে পাকিস্তান সুপার লিগ?

Published : Nov 21, 2024, 01:01 AM ISTUpdated : Nov 21, 2024, 01:18 AM IST
pakistan super league

সংক্ষিপ্ত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে সফল ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগ হল আইপিএল। এই লিগের সঙ্গে কোনওভাবেই পাল্লা দিতে পারে না পিএসএল, বিপিএল।

২০২৫ সালে ফেব্রুয়ারি-মার্চের পরিবর্তে এপ্রিল-মে মাসে হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হয়। ২০২৫ সালেই প্রথমবার একই সময়ে হতে চলেছে আইপিএল ও পিএসএল। কয়েকদিন পরেই আইপিএল-এর নিলাম হতে চলেছে। সারা বিশ্বের প্রথমসারির ক্রিকেটাররা আইপিএল-এ খেলার জন্য তৈরি হচ্ছেন। যে ক্রিকেটাররা আইপিএল-এর নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন, তাঁরা পিএসএল-এ খেলার জন্য নাম নথিভুক্ত করবেন না। যে ক্রিকেটাররা আইপিএল-এ সুযোগ পাবেন না, শুধু তাঁরাই পিএসএল-এ খেলতে পারেন। আইপিএল-এ খেললে পিএসএল-এর চেয়ে অনেক বেশি অর্থ পাওয়া যায়। এই কারণে কোনও ক্রিকেটারই বিসিসিআই-কে চটাতে চান না। ফলে আইপিএল-এর সঙ্গে একই সময়ে পিএসএল আয়োজন করা হলে প্রথমসারির ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাবেন না।

উদ্বিগ্ন পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা

পিএসএল-এর নতুন ডিরেক্টর হয়েছেন সলমন নাসির। পাকিস্তানের ক্রিকেট মহলে খবর, সলমনকে বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা। বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না, সে বিষয়ে পাকিস্তান বোর্ডের (পিসিবি) কাছ থেকে ব্যাখ্যা চাইছেন পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা। তাঁরা জানিয়েছেন, এখনও এ বিষয়ে পিসিবি-র পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড-সহ কয়েকটি ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার উপর নিয়ন্ত্রণ জারি করা হবে। এই কারণে পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদের উদ্বেগ বেড়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিছিয়ে যাচ্ছে পিএসএল

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্যই পিছিয়ে যাচ্ছে পিএসএল। তবে আইপিএল চলার সময় যদি পিএসএল আয়োজন করা হয়, তাহলে নিশ্চিতভাবেই পাকিস্তানের ক্রিকেটের দৈনদশা প্রকট হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সুযোগ পাবেন ২০৪ জন, আইপিএল নিলামে থাকছেন ৫৭৪ ক্রিকেটার, তালিকা তৈরি বিসিসিআই-এর

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

অবসর নিয়ে ধোনির পরিকল্পনা কী? জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস সিইও

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?