আইপিএল-এর সঙ্গে সরাসরি টক্কর, দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে হবে পাকিস্তান সুপার লিগ?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে সফল ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগ হল আইপিএল। এই লিগের সঙ্গে কোনওভাবেই পাল্লা দিতে পারে না পিএসএল, বিপিএল।

২০২৫ সালে ফেব্রুয়ারি-মার্চের পরিবর্তে এপ্রিল-মে মাসে হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হয়। ২০২৫ সালেই প্রথমবার একই সময়ে হতে চলেছে আইপিএল ও পিএসএল। কয়েকদিন পরেই আইপিএল-এর নিলাম হতে চলেছে। সারা বিশ্বের প্রথমসারির ক্রিকেটাররা আইপিএল-এ খেলার জন্য তৈরি হচ্ছেন। যে ক্রিকেটাররা আইপিএল-এর নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন, তাঁরা পিএসএল-এ খেলার জন্য নাম নথিভুক্ত করবেন না। যে ক্রিকেটাররা আইপিএল-এ সুযোগ পাবেন না, শুধু তাঁরাই পিএসএল-এ খেলতে পারেন। আইপিএল-এ খেললে পিএসএল-এর চেয়ে অনেক বেশি অর্থ পাওয়া যায়। এই কারণে কোনও ক্রিকেটারই বিসিসিআই-কে চটাতে চান না। ফলে আইপিএল-এর সঙ্গে একই সময়ে পিএসএল আয়োজন করা হলে প্রথমসারির ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাবেন না।

উদ্বিগ্ন পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা

Latest Videos

পিএসএল-এর নতুন ডিরেক্টর হয়েছেন সলমন নাসির। পাকিস্তানের ক্রিকেট মহলে খবর, সলমনকে বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা। বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না, সে বিষয়ে পাকিস্তান বোর্ডের (পিসিবি) কাছ থেকে ব্যাখ্যা চাইছেন পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা। তাঁরা জানিয়েছেন, এখনও এ বিষয়ে পিসিবি-র পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড-সহ কয়েকটি ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার উপর নিয়ন্ত্রণ জারি করা হবে। এই কারণে পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদের উদ্বেগ বেড়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিছিয়ে যাচ্ছে পিএসএল

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্যই পিছিয়ে যাচ্ছে পিএসএল। তবে আইপিএল চলার সময় যদি পিএসএল আয়োজন করা হয়, তাহলে নিশ্চিতভাবেই পাকিস্তানের ক্রিকেটের দৈনদশা প্রকট হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সুযোগ পাবেন ২০৪ জন, আইপিএল নিলামে থাকছেন ৫৭৪ ক্রিকেটার, তালিকা তৈরি বিসিসিআই-এর

হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?

অবসর নিয়ে ধোনির পরিকল্পনা কী? জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস সিইও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘মমতার ধর্ম নিয়ে রাজনীতির জন্য বেলডাঙার এই অবস্থা!’ মমতাকে তোপ শমীকের! | Samik Bhattacharya BJP
‘পুলিশের বন্দুক কী অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য রাখা হয়েছে!’ সুকান্তর চরম তুলোধোনা মমতাকে
'মমতা বেলডাঙ্গাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছে' তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের | Sukanta Majumdar
'মমতাকে না সরালে বাংলায় হিন্দুদের চরম পরিণতি হবে' থানা থেকে ছাড়া পেয়ে আশঙ্কা প্রকাশ সুকান্তর
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার